Six sixes in six balls by Yuvraj Singh: ব্রডের ছয় বলে ছটা ছক্কা, যুবরাজের বিধ্বংসী ইনিংসের ১৬ বছর (দেখুন সেই ইনিংস)
যুবরাজের এক ওভারে ছয় ছক্কার কারণেই শুধু ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে না, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বলে অর্ধ শতক করার জন্য ক্রিকেটের রেকর্ডবুকে যুবরাজের নামটি লেখা থাকবে।
দিনটা ছিল ১৯ সেপ্টেম্বর,২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। একদিকে উল্লসিত যুবরাজ সিং অপরদিকে ক্লান্ত হতাশাগ্রস্থ স্টুয়ার্ট ব্রড। কারণ ব্রডের ছয়টি বলে ৬টি ছক্কা মেরে ইংরেজ শিবিরে তান্ডব চালিয়েছেন যুবরাজ । টি ২০ এর ইতিহাসে প্রথম বার ছয় বলে ছয়টি ছক্কা মেরে বিশ্বকাপের আসর থেকে ইংল্যান্ডকে ছিটকে দিয়েছিলেন যুবরাজ।
১৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানের কিংসমেডে অনুষ্ঠিত সেই খেলা যুবরাজের এক ওভারে ছয় ছক্কার কারণেই শুধু ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে না, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বলে অর্ধ শতক করার জন্য ক্রিকেটের রেকর্ডবুকে যুবরাজের নামটি লেখা থাকবে। মাত্র ১২ বলে অর্ধ শতরানের সেই রেকর্ড এখনও অক্ষত।
তবে এই রেকর্ড করার পেছনে ইংল্যান্ডের অলরাউন্ডার ফ্লিনটফের অবদান ছিল বলে মনে করেন যুবরাজ। কারণ ১৯তম ওভারে ছয় ছক্কার আগের ওভারেই ফ্লিনটফের স্লেজিংয়ের শিকার হন যুবরাজ। দুজনের মধ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ। আর তার খেসারত দিতে হয় হতভাগা ব্রডকে। দেখে নিন সেই ওভারের এক ঝলক-