Shakib Al Hasan: সাকিব আল হাসানকে ১৮ মাস নির্বাসিত করতে পারে ICC, ম্যাচ গড়াপেটার প্রস্তাব গোপনের অভিযোগে দেড় বছর হারাতে পারেন বাংলাদেশের মহাতারকা
ক মাস আগে ইংল্যান্ড বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন বাংলাদেশের মহাতারকা অলরাউন্ডার-অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ বিশ্বকাপে হতাশ করলেও, সাকিব একাই মাতিয়ে দিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের ক মাস পরেই অন্ধকারে সাকিবের ভবিষ্যৎ। দেশের বোর্ডের সঙ্গে বড় বিবাদের জড়ানোর মাঝে, এবার আইসিসি শাস্তি দিতে চলেছে সাকিবকে।
ঢাকা, ২৯ নভেম্বর: Shakib Al Hasan Faces ICC Ban- ক মাস আগে ইংল্যান্ড বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন বাংলাদেশের মহাতারকা অলরাউন্ডার-অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ বিশ্বকাপে হতাশ করলেও, সাকিব একাই মাতিয়ে দিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের ক মাস পরেই অন্ধকারে সাকিবের ভবিষ্যৎ। দেশের বোর্ডের সঙ্গে বড় বিবাদের জড়ানোর মাঝে, এবার আইসিসি শাস্তি দিতে চলেছে সাকিবকে। ম্যাচ গড়াপেটার প্রস্তাব গোপন করার জন্য সাকিবকে ১৮ মাস নির্বাসিত করতে পারে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা বেশ কম।
সাকিবের বিরুদ্ধে অভিযোগ, জুয়াড়িদের কাছে ম্যাচ গড়াপেটে প্রস্তাব পেয়ে তিনি প্রত্যাখ্যান করেছিলেন ঠিকই, কিন্তু সেই কথাটা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (আইসিসি) বিষয়টা জানাননি। যা আইসিসিস-র নিয়ম অনুযায়ী বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়। বিষয়টি নিয়ে আইসিসি তদন্ত শেষ দিকে আছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন-শহরে তুবড়ি ফেটে মৃত্য়ুর পর, ক্যানিংয়ে বাজি ফাটাতে গিয়ে বিস্ফোরণে কব্জি উড়ে গেল যুবকের
তবে ১৮ মাস নির্বাসন থেকে সাকিবের শাস্তি কমতে পারে। কারণ গড়াপেটা প্রস্তাব তদন্তের পরবর্তী সময়ে আইসিসি-র অ্যান্টি করাপশন ইউনিটকে বেশ সাহায্য করেন সাকিব। তাই সাকিব আবেদন করলে শাস্তি কমতে পারে সাকিবের। বিসিবি-র সহযোগিতার পাশাপাশি সাকিব আইসিসি-র কাছেও ক্ষমা চেয়ে শাস্তি মকুবের আবদেন করবেন বলেও জানা গিয়েছে। আইসিসি দুর্নীতি দমন শাখার নিয়ম মেনে চললে এই শাস্তি ১৮ মাস থেকে ৬ মাসে নেমে আসতে পারে। যা আইসিসি-র নিয়ম অনুযায়ী সবচেয়ে কম শাস্তি।