IPL Auction 2025 Live

Scott Boland, WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তরতাজা থাকাতে কাউন্টির সুযোগ ফেরালেন অজি বোলার স্কট বোল্যান্ড

আগামী ইংল্যান্ড সফর নিয়ে জানতে চাওয়া হলে বোল্যান্ড বলেছেন, এই ছ'টি ম্যাচের সব ক'টি খেলাই কঠিন হবে ফাস্ট বোলারদের জন্য

Tom Boland (Photo Credit: ICC/ Twitter)

অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার স্কট বোল্যান্ড বলেছেন, তিনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ প্রত্যাখ্যান করেছেন, যাতে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনাল এবং অ্যাশেজে তরতাজা থাকাতে পারেন। ২০২১ সালের ডিসেম্বরে সর্বশেষ অ্যাশেজ সিরিজে দ্বিতীয় অস্ট্রেলীয় আদি বাসিন্দা (Indigenous) পুরুষ হিসেবে অভিষেক ঘটে বোল্যান্ডের। তবে ৩৪ বছর বয়সে বোল্যান্ড তরুণ নন। কেরিয়ারের এই পর্যায়ে তিনি শুধু নিজের দেশ ও ভিক্টোরিয়ার হয়ে খেলাকেই অগ্রাধিকার দিতে চান বলে জানান। cricket.com.au.-এর সাক্ষাৎকারে তিনি বলেন, 'এ বছর আমি কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছি, তবে দু'মাসের মধ্যে ৬টি টেস্টে অংশ নেওয়ায় আমি আরও তরতাজা হওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছি। আমি আমার শরীরকে জানি, আমি এমন একটি পর্যায়ে আছি যেখানে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, আমি আমার কেরিয়ারকে যতদিন সম্ভব চালিয়ে যেতে চাই।' Bangladesh Cricket: ২০২৩ একদিবসীয় বিশ্বকাপের আগে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ক্রিকেট

প্যাট কামিন্সের ২১ টি ও মিচেল স্টার্কের ১৯ টি উইকেটের পর ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টে ১৮টি উইকেট নিয়ে অ্যাশেজে নিজের জায়গা করে নিয়েছেন বোল্যান্ড। তাঁদের দ্রুত গতিতে ঘুরে দাঁড়ানোই ছিল অস্ট্রেলিয়ার ৪-০ ব্যবধানে সিরিজ জয়ের মূল চাবিকাঠি। আগামী ইংল্যান্ড সফর নিয়ে জানতে চাওয়া হলে বোল্যান্ড বলেছেন, এই ছ'টি ম্যাচের সব ক'টি খেলাই কঠিন হবে ফাস্ট বোলারদের জন্য। প্রস্তুতি নিয়ে তিনি বলেন, 'অবশ্যই আমি প্রস্তুতি নিচ্ছি। শুরুতে হতে পারে, মাঝ পথে হতে পারে, আমি নিশ্চিত নই। কিন্তু যখনই ওরা আমাকে বেছে নেবে, তখনই আমি খেলতে চাইব।'