Sai Sudharsan: মুকেশ, সাইদের দুরন্ত পারফরম্যান্সে ঘুরে ক্যাঙারুর দেশে কামব্যাক ঋতুরাজদের
অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরলেন মুকেশ কুমার, সাই সুদর্শন ও দেবদত্ত পাদ্দিকল। এই তিনজনের অসাধারণ পারফরম্যান্সে কুইসল্যান্ডে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারী টেস্টে ঘুরে দাঁড়াল ভারতীয় এ দল।
অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরলেন মুকেশ কুমার, সাই সুদর্শন ও দেবদত্ত পাদ্দিকল। এই তিনজনের অসাধারণ পারফরম্যান্সে কুইসল্যান্ডে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারী টেস্টে ঘুরে দাঁড়াল ভারতীয় এ দল। প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে অল আউট হওয়ার পর অজি এ দলকে ১৯৫ রানে গুঁটিয়ে দেন মুকেশ কুমার-রা। এরপর দ্বিতীয় ইনিংসে অসম্ভব চাপের মুখে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃতীয় উইকেটে দারুণ পার্টনারশিপ করলেন সাই সুদর্শন ও দেবদত্ত পাদিক্কাল। সাই-দেবদত্তর অবিচ্ছদ্য ১৭৮ রানের পার্টনারশিপের সৌজন্যে অজি এ দলের বিরুদ্ধে ১২০ রানের লিড নিয়েছে ভারতীয় এ দল, হাতে এখনও আট উইকেট।
দ্বিতীয় দিনের শেষে সাই ৯৬ ও দেবদত্ত ৮০ রানে অপরাজিত আছেন। ভারতীয় এ দলের লিড এখন ১২০ রানের। ৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩০ রানের মধ্যে দু'জন ওপেনারকে হারায় ভারতীয় এ দল। ঋতুরাজ গায়কোয়েড় (৫) খারাপ শট খেলে আউট হওয়ার পর, অভিমন্যু ঈশ্বরণ (১২) দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরে যান। এরপর তামিলনাড়ুর ২৩ বছরের সাই, আর ২৪ বছরের কেরলের ব্যাটার দেবদত্ত তৃতীয় উইকেটে ১৭৮ রানের অবিচ্ছেদ পার্টনারশিপ করেন।
দুরন্ত পার্টনারশিপ সাই-দেবদত্ত
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য বোলিং বাংলার পেসার মুকেশ কুমারের (Mukesh Kumar)। শুক্রবার বেসরকারী টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে কুইন্সল্যান্ডের ম্যাককাইয়ে ৪৬ রান দিয়ে ৬ উইকেটে নিলেন মুকেশ। ভারতীয় এ দলের অপর পেসার প্রসিধ কৃষ্ণা নিলেন ৩টি উইকেট। একটি উইকেট নেন নীতীশ রেড্ডি। মুকেশের আগুনে স্পেলে ঝলসে অজি এ দল ১৯৫ রানে অল আউট হয়ে যায়। অজি এ দলে মার্কস হ্যারিস, ক্যামেরন ব্যানক্রফট-দের মত জাতীয় দলে খেলা তারকা ব্যাটারর-রা রয়েছেন। সঙ্গে রয়েছে অধিনায়ক নাথান ম্যাকসুইনি, বিউ ওয়েবস্টার, জোস ফিলিপের মত প্রতিশ্রুতিমান ব্যাটাররা। বেশ শক্তিশালী ব্যাটিং লাইন আপ মুকেশের সামনে ভেঙে পড়ে। অজিদের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে প্রসিধ কৃষ্ণা, নীতীশ রেড্ডি-রা সুযোগ পেলেও জায়গা হয়নি মুকেশের। কিন্তু এদিন তাদের ছাপিয়ে ক্যাঙারুর দেশে মন জিতলেন মুকেশ।