Glenn McGrath Reveals His Hat-Trick Wishlist: স্বপ্নের হ্যাটট্রিকে কোন তিন ব্যাটসম্যানকে আউট করতে চাইতেন? জানালেন গ্লেন ম্যাকগ্রা

প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা (Glenn McGrath) এক সময়ের অন্যতম সেরা ফার্স্ট বোলার। তাঁর আন্তর্জাতিক রেকর্ড সে কথায় বলে। একেবারে নিখুঁত নিশানায় এবং একনাগাড়ে একই জায়গায় বল ফেলে যাওয়ার দক্ষতার জন্য পরিচিত ছিলেন ম্যাকগ্রা। এক সময় বিশ্বের তাবড় তাবড ব্যাটসম্যানকে কুপোকাত করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক (Hat-Trick) নেওয়া অনেক বোলারদের স্বপ্ন এবং ম্যাকগ্রা ২০০০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই স্বপ্ন সত্যি করেছিলেন। এবার কিংবদন্তি এই ক্রিকেটার নিজের হ্যাটট্রিকের স্বপ্নের প্রকাশ করলেন। ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক বছর আগে। কেরিয়ারের স্মৃতি রোমন্থন করে ম্যাকগ্রা জানালেন তাঁর সময়ের কোন তিন সেরা তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে হ্যাটট্রিক করতে পারলে তৃপ্তি পেতেন। ম্যাকগ্রা জানিয়েছেন, তাঁর স্বপ্নের হ্যাটট্রিক তালিকায় রয়েছেন ব্রায়ন লারা (Brian Lara), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ম্যাকগ্রা জানিয়েছেন এই তিন ব্যাটসম্যানকে একের পর এক ডেলিভারিতে আউট হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি।

Glenn McGrath (Photo Credits: Getty Images)

প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা (Glenn McGrath) এক সময়ের অন্যতম সেরা ফার্স্ট বোলার। তাঁর আন্তর্জাতিক রেকর্ড সে কথায় বলে। একেবারে নিখুঁত নিশানায় এবং একনাগাড়ে একই জায়গায় বল ফেলে যাওয়ার দক্ষতার জন্য পরিচিত ছিলেন ম্যাকগ্রা। এক সময় বিশ্বের তাবড় তাবড ব্যাটসম্যানকে কুপোকাত করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক (Hat-Trick) নেওয়া অনেক বোলারদের স্বপ্ন এবং ম্যাকগ্রা ২০০০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই স্বপ্ন সত্যি করেছিলেন। এবার কিংবদন্তি এই ক্রিকেটার নিজের হ্যাটট্রিকের স্বপ্নের প্রকাশ করলেন। ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক বছর আগে। কেরিয়ারের স্মৃতি রোমন্থন করে ম্যাকগ্রা জানালেন তাঁর সময়ের কোন তিন সেরা তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে হ্যাটট্রিক করতে পারলে তৃপ্তি পেতেন। ম্যাকগ্রা জানিয়েছেন, তাঁর স্বপ্নের হ্যাটট্রিক তালিকায় রয়েছেন ব্রায়ান লারা (Brian Lara), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ম্যাকগ্রা জানিয়েছেন এই তিন ব্যাটসম্যানকে একের পর এক ডেলিভারিতে আউট হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি।

EspnCricinfo-র সঙ্গে তিনবারের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার কথা বলতে গিয়ে বলেন, হ্যাট্রিকের ইচ্ছার তালিকায় থাকবেন ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়। মজার বিষয় হল, ২০০০ সালে ম্যাকগ্রা যে হ্যাটট্রিক করেছিলেন। তার একটি বলে আউট হয়েছিলেন ব্রায়ান লারা। এছাড়া তিনি সচিন ও দ্রাবিড়কেও আউট করেছেন বহুবার। ৩৪ হাজার ৩৫৭ রান নিয়ে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক সচিন তেন্ডুলকর। অন্যদিকে ব্রায়ান লারা টেস্ট ক্রিকটে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৪০০ রানের রেকর্ড গড়েছেন অন্যদিকে টেস্ট ক্রিকেটে সব থকে বেশি বল খেলেছেন রাহুল দ্রাবিড়। আরও পড়ুন: I-League: আই লিগের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত শনিবার, জানাল AIFF

কথা বলতে গিয়ে ম্যাকগ্রা জানান কোন ধরনের ডেলিভারি তাঁর অস্ত্র ছিল। মজার ছলে তাঁর উত্তর, ঘন্টায় ১০০ কিমি গতিতে বল। ম্যাকগ্রা মনে করেন, স্পিনার, ব্যাটসম্যান বা উইকেট কিপারদের তুলনায় ফাস্ট বোলাররা বেশি পরিশ্রম করে। কিংবদন্তির আরও দাবি, ক্রিকেট খেলায় ব্যাটসম্যানদের চেয়ে পেসাররা অনেক বেশি কঠোর পরিশ্রম করে।