SA vs PAK 2nd T20I Result: সেঞ্চুরিয়নে রানের বন্যা! রিজা হেনড্রিকসের সেঞ্চুরিতে পাকিস্তানকে একতরফা হারাল দক্ষিণ আফ্রিকা

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। যেখানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে পাকিস্তান। এরপর ১৯.৩ ওভারে ৭ উইকেট হাতে ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আয়োজকরা।

South Africa Cricket Team (Photo Credit: Proteas Men/ X)

SA vs PAK 2nd T20I Result: গতকাল সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। এটি একটি হাই স্কোরিং ম্যাচ ছিল, যেখানে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয়। এই হারের ফলে টি-টোয়েন্টি সিরিজ হেরে যায় পাকিস্তান। প্রথম ম্যাচে ১১ রানে হারের পর দ্বিতীয় ম্যাচেও হেরেছে পাকিস্তান। তবে গতকালের ম্যাচে দুই দলের ব্যাটসম্যানরাই দারুণ রান করেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। যেখানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে পাকিস্তান। ১৭১ স্ট্রাইক রেটে ব্যাট করে ৯৮ রান করে অপরাজিত থাকেন সাইম আইয়ুব। তার ইনিংসে ১১টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া বাবর আজম ৩১ ও ইরফান খান ৩০ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন দায়ান ঘালিম ও ওটনিল বার্টম্যান। ZIM vs AFG 2nd T20I Highlights: দারবিশ রসুলির হাফ সেঞ্চুরিতে জয় আফগানদের, সমতায় জিম্বাবয়ের বিপক্ষে সিরিজ

২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই আউট হন রায়ান রিকেলটন। কিন্তু তার সঙ্গী রিজা হেনড্রিকস (Reeza Hendricks) পাকিস্তানের বোলিংকে কাঁপিয়ে দারুণভাবে পরাজিত করে সেঞ্চুরি করেন। ৫৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হেনড্রিকস। রিজা দ্রুত ১৮৫ স্ট্রাইক রেটে ব্যাট করে ৬৩ বলে ১১৭ রান করেন। তার ইনিংসে ১০টি ছক্কা ও ৭টি চার মারেন। এছাড়া ৬৬ রানের অপরাজিত ইনিংসও খেলেন রাসি ফন ডার ডুসেন। এভাবে