SA vs PAK 2nd ODI Highlights: শাহিন-নাসিমের দাপটে দ্বিতীয় ওয়ানডে জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দখল পাকিস্তানের
ব্যাট ও বল দুই ক্ষেত্রেই অসাধারণ পারফরম্যান্স সফরকারীদের সিরিজে তাদের আধিপত্য বজায় রাখে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩২৯ রান করে। তবে পাহাড়ের মতো লক্ষ্যের চাপে ভেঙে পড়ে বাকি লাইনআপ। মাত্র ৪৩.১ ওভারে ২৪৮ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি তার আট ওভারে মাত্র ৪৭ রান দিয়ে চার উইকেট নেন
South Africa National Cricket Team vs Pakistan National Cricket Team, 2nd ODI Highlights: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে গতকাল একে অপরের মুখোমুখি হয়। নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকাকে ৮১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে জয় নিশ্চিত করেছে পাকিস্তান। ব্যাট ও বল দুই ক্ষেত্রেই অসাধারণ পারফরম্যান্স সফরকারীদের সিরিজে তাদের আধিপত্য বজায় রাখে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩২৯ রান করে। শুরুতেই ওপেনার আব্দুল্লাহ শফিককে শূন্য রানে হারালেও বাবর আজমের ৯৫ বলে ৭৩ রানের সুবাদে ম্যাচে ফিরে আসে পাকিস্তান। মহম্মদ রিজওয়ানের ৮২ বলে ৮০ রানের পাওয়ার প্যাকড ইনিংসের দলের ভিত শক্ত করে দেয়। এরপর মাত্র ৩২ বলে ৬৩ রানের ইনিংস খেলে নজর কাড়েন কামরান গুলাম। দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২ রানে ৪ উইকেট নেন কোয়েনা মাফাকা। এছাড়া মার্কো ইয়ানসেন ৭১ রানে ৩ উইকেট ও বিয়র্ন ফরটুইন ১টি উইকেট নেন। ZIM vs AFG 2nd ODI Highlights: দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবয়েকে ২৩২ রানে হারাল আফগানিস্তান
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে স্কোরকার্ড
জবাবে ব্যাট করতে নেমে তুলনামূলকভাবে শুরুতেই টেম্বা বাভুমা (১২) ও টনি ডি জর্জিকে (৩৪) হারায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে একমাত্র যোদ্ধা ছিলেন হেনরিখ ক্লাসেন। তিনি ৭৪ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৯৭ রানের ঝলমলে ইনিংস খেলেন। তার আক্রমণাত্মক ইনিংস দক্ষিণ আফ্রিকাকে আশার আলো দেয়, তবে অন্যান্য ব্যাটসম্যানদের সমর্থনের অভাব তিনি তেমনই কিছু করতে পারেননি। ডেভিড মিলার ৩৯ বলে ২৯ ও এইডেন মার্করাম ৩০ বলে ২১ রান যোগ করেন। তবে পাহাড়ের মতো লক্ষ্যের চাপে ভেঙে পড়ে বাকি লাইনআপ। মাত্র ৪৩.১ ওভারে ২৪৮ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি তার আট ওভারে মাত্র ৪৭ রান দিয়ে চার উইকেট নিয়ে পাকিস্তানের হয়ে নেতৃত্ব দেন। ৩৭ রানে ৩ উইকেট নেন নাসিম শাহ। আবরার আহমেদ মাঝের ওভারে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন এবং ৪৮ রানে ২ উইকেট নেন এবং আগা সলমন তার নামের পাশে একটি উইকেট যোগ করেন।