Ind vs Ban 3rd ODI 2022: বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা, দীপক চাহার, কুলদীপ সেন
শনিবার চট্টগ্রামে এক ম্যাচ বাকি থাকতেও সিরিজ থেকে ছিটকে গেলেন দলের অধিনায়ক রোহিত শর্মা, পেসার কুলদীপ সেন ও সুইং বোলার দীপক চাহার । চোটের জন্য ছিটকে যাওয়ায় খবর ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় নিশ্চিত করেছেন।
ঢাকা : বুধবার শের-ই-বাংলা (Sher-e-Bangla) স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায় ভারত। কিন্তু শনিবার চট্টগ্রামে (Chattogram) এক ম্যাচ বাকি থাকতেও সিরিজ থেকে ছিটকে গেলেন দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), পেসার কুলদীপ সেন (Kuldeep Sen) ও সুইং বোলার দীপক চাহার (Deepak Chahar)। চোটের জন্য ছিটকে যাওয়ায় খবর ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ( Rahul Dravid) নিশ্চিত করেছেন। দ্বিতীয় একদিনের ম্যাচে স্লিপে ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান রোহিত। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে চলে যান, আর ফিরে আসেননি। হাতে সেলাই নিয়ে ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন হিটম্যান। তিনি খেলাটিকে শেষে নিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন কিন্তু জিততে পারেননি তারা। এছাড়াও, চাহার তার হ্যামস্ট্রিংয়ে (Hamstring) চোট পেয়েছেন এবং ম্যাচে মাত্র তিন ওভার বোলিং করতে পেরেছেন, কুলদীপ সেন পিঠ শক্ত (Stiff Back) হওয়ার কারণে একাদশের অংশ ছিলেন না। ভারতীয় কোচ দ্রাবিড় ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে এই তিনজনের ব্যাপারে নিশ্চিত করেছেন, তিনি জানিয়েছেন, রোহিত মুম্বইয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং দেখবেন, টেস্ট সিরিজে ফিরে আসার জন্য তিনি যথেষ্ট ফিট কি না।