Rohan Jaitley; জয় শাহ আইসিসির দায়িত্বে, অমিত শাহর পুত্রের জায়গায় এবার বিসিসিআই সচিব হয়তো অরুণ জেটলি পুত্র রোহন

সব ঠিকঠাক চললে শেষ পর্যন্ত জয় শাহ-র জায়গায় বিবিসিআইয়ের নতুন সচিব হতে চলেছেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি-র পুত্র রোহন জেটলি।

Jay Shah (Photo Credit: T20 World Cup/ X)

আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান হতে চলেছেন এখন বিসিসিআই সচিবের দায়িত্ব পালন করা জয় শাহ (Jay Shah)। আইসিসি-তে গুরু দায়িত্বে গেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী-র পুত্র অমিত শাহকে বিসিসিআইয়ের দায়িত্ব ছাড়তে হবে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবর, সব ঠিকঠাক চললে জয় শাহ-র জায়গায় শেষ পর্যন্ত বিবিসিআইয়ের নতুন সচিব হতে চলেছেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি-র পুত্র রোহন জেটলি (Rohan Jaitley)।মানে বিজেপির এক প্রভাবশালী পুত্র-র জায়গায় আসছেন এক প্রয়াত বিজেপি প্রভাবশালী নেতার পুত্র।

জয় শাহ-র জায়গায় BCCI- সচিব হিসেবে রাজীব শুক্লা থেকে আশিস সেলার, অরুণ ধামাল-দের নাম নিয়ে জল্পনা চলছিল। কিন্তু দিল্লি ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট রোহন জেটলি-কেই পছন্দ বোর্ড রাজনীতির এখন প্রভাবশালীদের। জয় শাহ-র সঙ্গেও রোহন জেটলির সম্পর্ক বেশ ভাল। আইনজীবী রোহন জেটলির আমলে দিল্লি ক্রিকেট সংস্থায় তেমন কিছু না হলেও, বোর্ড রাজনীতির আঙিনায় সঠিক চাল খেলে জেটলি পুত্রই হয়তো শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর়্ডের সবচেয়ে লোভনীয় পদে বসতে পারেন।

দেখুন জয় শাহ-র জায়গায় নয়া বোর্ড সচিব হওয়ার দৌড়ে রোহন জেটলি

পরবর্তী আইসিসি চেয়ারম্যান পদে জয় শাহ-র নির্বাচিত হওয়া শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। কারণ জয় শাহ-কে আইসিসির ১৬ জনের মধ্যে ১৫ জনই সমর্থন করছেন। আগামী শুক্রবার, ২৭ অগাস্টের মধ্যে জয় শাহ-কে আইসিসি চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিতে হবে। পয়লা ডিসেম্বর থেকে নতুন চেয়ারম্যান আইসিসি-র দায়িত্ব নেবেন। এখন আইসিসি-র চেয়ারম্যান পদে আছেন নিউ জিল্যান্ডের গ্রেগ বার্কলে। এর আগে এন শ্রীনাবাসন, শশাঙ্ক মনোহরের মত ভারতীয়রা আইসিসি-র চেয়ারম্যানের দায়িত্ব সামলেছিলেন।