Jadeja Bows To MS Dhoni: এখনও ফুরিয়ে যাননি, ফিনিশার ধোনিকে নতমস্তকে কুর্নিশ রবীন্দ্র জাদেজার, দেখুন ভিডিও

ফিনিশার এমএস ধোনির (MS Dhoni) দুরন্ত ব্যাটে ভর করে গতকাল আইপিএল-র ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indiance) হারিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। বিশ্ব ক্রিকেটকে আবারও ধোনি জানিয়ে দিলেন যে ম্যাচ শেষ করার ক্ষেত্রে তিনি এখনও সেরা। গতকালের ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল সিএসকে-র। প্রথম বলেই ডোয়াইন প্রিটোরিয়াসকে হারায় তারা। পরের বলেই সিঙ্গেল নিয়ে ধোনিকে স্ট্রাইকে ফিরিয়ে দেন ডোয়াইন ব্রাভো। সিএসকে-র তখন ম্যাচ জিততে ৪ বলে ১৬ রান দরকার।

Ravindra Jadeja Bows to MS Dhoni

ফিনিশার এমএস ধোনির (MS Dhoni) দুরন্ত ব্যাটে ভর করে গতকাল আইপিএল-র ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indiance) হারিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। বিশ্ব ক্রিকেটকে আবারও ধোনি জানিয়ে দিলেন যে ম্যাচ শেষ করার ক্ষেত্রে তিনি এখনও সেরা। গতকালের ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল সিএসকে-র। প্রথম বলেই ডোয়াইন প্রিটোরিয়াসকে হারায় তারা। পরের বলেই সিঙ্গেল নিয়ে ধোনিকে স্ট্রাইকে ফিরিয়ে দেন ডোয়াইন ব্রাভো। সিএসকে-র তখন ম্যাচ জিততে ৪ বলে ১৬ রান দরকার।

চাপের মুখে মাথা ঠান্ডা রাখার ধোনির সেরা অস্ত্র। ওভারের তৃতীয় বলে ধোনি ছয় মারেন, চতুর্থ বলে মারেন চার একটি চার, পঞ্চম বলে ২ রান নেন। আর শেষ বলে চার মেরে ম্যাচ জিতে মাঠ ছাড়েন। ম্যাচ জিতে মাঠ ছাড়ার সময় সিএসকে-র নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) নেতৃত্বে দলের অন্য খেলোয়াড়রা কিংবদন্তিকে অভিনন্দন জানাতে চলে যান। আরও পড়ুন: Sreesanth To Feature In Bollywood Movie: নতুন ভূমিকায় এস শ্রীসন্থ, এবার তাঁকে দেখা যাবে বলিউডের কমেডি সিনেমায়

হাত মেলানোর আগে জাদেজা ধোনিকে নতমস্তকে (Bows) কুর্নিশ জানান, যা ধোনির মুখে হাসি এনে দিয়েছিল।