Emerging Asia Cup 2023: সুদর্শনের দাপটে খতম পাকিস্তানের ম্যাচ জেতার স্বপ্ন, ইমার্জিং এশিয়া কাপে ৮ উইকেটে জয়ী ভারত
সাই সুদর্শনের দুরন্ত ১১০ বলে ১০৪ রানের ইনিংসের সৌজন্যে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আয়োজিত এসিসি ইমার্জিং এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে আট উইকেটে হারিয়ে দিল ভারত।
কলম্বো: সাই সুদর্শনের (Sai Sudharsan) দুরন্ত ১১০ বলে ১০৪ রানের ইনিংসের সৌজন্যে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আয়োজিত এসিসি ইমার্জিং এশিয়া কাপের (ACC Emerging Asia Cup 2023) ম্যাচে পাকিস্তানকে (Pakistan) আট উইকেটে হারিয়ে (beat) দিল ভারত (India)। ৩০ আগস্ট পাকিস্তানের মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পুরুষদের এশিয়া কাপ ২০২৩। তার আগে ভারত ও পাকিস্তান-সহ অন্যান্য প্রধান ক্রিকেট দলের এ টিম নিয়ে আয়োজন করা হয়েছে এসিসি ইমার্জিং এশিয়া কাপ। তাতে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও নেপালের মতো দেশও। সেই প্রতিযোগিতায় পাকিস্তান-এ (Pakistan A) টিমকে বুধবার উড়িয়ে দিলেন ভারত-এ (India A) সদস্যরা।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান-এ দল। কিন্তু, কাসিম আক্রাম (৪৮) ছাড়া বাকিরা কেউ বড় রান করতে পারেননি। ভারতীয় বোলার রাজ্যবর্ধন হ্যাঙগারেকর (Rajvardhan Hangargekar ) একটি মেডেন-সহ ৮ ওভারে ৪২ রান খরচ করে ৫ উইকেট নেন আর মানব সুথার নেন তিন উইকেট। বাকি দুটো ভাগ করেন রিয়ান পরাগ ও নিশান্ত সিন্ধু। ভারতীয় বোলিংয়ের আক্রমণের জেরে ৪৮ ওভারে মাত্র ২০৫ রান করেন পাকিস্তানের খেলোয়াড়রা। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার অভিষেক শর্মা ২০ ও নিকিন জোস ৫৩ রান করে আউট হন। তবে এরপর একা হাতে দায়িত্ব তুলে নেন সাই সুদর্শন। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে আট রান ও নেপালের বিরুদ্ধে ৫৮ রানে অপরাজিত থাকার পর আজকে যেন জ্বলে উঠেছিলেন তিনি। আর তারই যেন নমুনা দেখা গেল শেষ পর্যন্ত।
৩৬ তম ওভারের শেষে জয়ের জন্য ১২ রান দরকার ছিল ভারতের। এই সময় বল করতে আসেন পাকিস্তানের শাহনওয়াজ দাহানি। তাঁর প্রথম বলেই চার মেরে নিজের ৯২ রানে পৌঁছে যান সুদর্শন। কিন্তু, পরের বলেই হয় না কোনও রান। তবে তৃতীয় ও চতুর্থ বলে পরপর দুটো ছক্কা মেরে নিজের শতরান পূরণ করার পাশাপাশি দেশের জন্যও ছিনিয়ে আনেন জয়। আরও পড়ুন: Asia Cup 2023: এশিয়া কাপের সময়সূচী টুইট করলেন জয় শাহ, দেখে নিন কবে আছে কোন টিমের ম্যাচ