R Ashwin Retirement: অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স, বিদায় বেলায় দিলেন উপহার

গাব্বার হলরুমে অশ্বিনের সঙ্গে দেখা করে তাঁর হাতে অস্ট্রেলিয়ার সই করা জার্সি তুলে দেন কামিন্স ও লায়ন। অশ্বিনের প্রকাশ্য ঘোষণার কয়েক ঘণ্টা পরেই সেই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করে বিসিসিআই।

Ravi Ashwin, Nathan Lyon and Pat Cummins (Photo Credit: ICC/ X)

Border Gavaskar Trophy 2024-25: সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে (R Ashwin) অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। বুধবার (১৮ ডিসেম্বর) ব্রিসবেনের গাব্বায় ভারত-অস্ট্রেলিয়া (AUS বনাম IND) তৃতীয় টেস্ট ড্র হওয়ার পর ভারতীয় ক্রিকেটার হিসেবে তাঁর দিন শেষ হয়ে গেল বলে জানিয়েছেন অশ্বিন। কামিন্স অশ্বিনের প্রশংসা করে তাকে দুর্দান্ত খেলোয়াড় বলে অভিহিত করেছেন। কামিন্স বলেন, 'অবশ্যই সে বিশ্বের দারুণ একজন খেলোয়াড়, এমন ফিঙ্গার স্পিনার নেই।' অশ্বিনকে ক্রিকেটের অন্যতম সেরা বলে প্রশংসা করেছেন অস্ট্রেলীয় অধিনায়ক। তিনি বলেন, 'সে সর্বকালের সেরাদের একজন হিসেবে মাঠে নামবে। তার কেরিয়ারের প্রতি আমাদের চেঞ্জ রুম থেকে অনেক শ্রদ্ধা রয়েছে।' শুধু তাই নয় এই ঘোষণার পর অস্ট্রেলিয়ার একাদশের অটোগ্রাফ করা একটি জার্সি অশ্বিনকে অজি দলের তরফ থেকে উপহার হিসেবে দেন প্যাট কামিন্স। Virat Kohli and R Ashwin Emotional Video: দেখুন বিদায় বেলার আগে গাব্বায় ড্রেসিংরুমে রবি অশ্বিনকে জড়িয়ে ধরলেন বিরাট কোহলি

বিদায় বেলায় অশ্বিনকে বিশেষ উপহার কামিন্সের

গাব্বার হলরুমে অশ্বিনের সঙ্গে দেখা করে তাঁর হাতে অস্ট্রেলিয়ার সই করা জার্সি তুলে দেন কামিন্স ও লায়ন। অশ্বিনের প্রকাশ্য ঘোষণার কয়েক ঘণ্টা পরেই সেই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করে বিসিসিআই। কামিন্স এবং লায়ন উভয়ই অশ্বিনকে 'অবিশ্বাস্য প্রতিযোগী' হিসাবে প্রশংসা করেছেন এবং তাঁকে তার জীবনের পরবর্তী ইনিংসের জন্য শুভকামনা জানিয়েছেন। জার্সি উপহার দেওয়ার সময় অশ্বিনকে অভিনন্দন জানিয়ে প্যাট কামিন্স বলেন, 'ওয়েল ডান মেট, থ্যাঙ্ক ইউ, ইউ হ্যাভ আ হেল অফ আ ক্রিকেটার।' বর্ডার গাভাস্কর ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ১১৪ উইকেট নেওয়ার রেকর্ড রবিচন্দ্রন অশ্বিনের দখলে। এর আগে ২০০১ সালে এক সিরিজে ৩২ উইকেট নিয়ে রেকর্ড গড়া কিংবদন্তি স্পিনার হরভজন সিংকে ছাড়িয়ে যান তিনি।



@endif