Happy Birthday Virat Kohli: শুভ জন্মদিন বিরাট কোহলি! একঝলকে কোহলির রেকর্ডের তালিকা

ক্রিকেট জীবনে বহু রেকর্ড বিরাট কোহলি (Virat Kohli) তৈরি করেছেন নিজের হাতে। আবার বহু রেকর্ড ভেঙেওছেন তিনি। একদিকে দুর্ধর্ষ যেমন তিনি ব্যাটসম্যান, অপরদিকে ঠিক ততটাই দুর্দান্ত ফিল্ডার তিনি। ৫ নভেম্বর, ১৯৮৮ সালে দিল্লিতে জন্ম বিরাট কোহলির। তাঁর জন্মদিনে দেখে নেওয়া যাক কিছু অজানা রেকর্ড। ৩২ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক বিরাট কোহলি।

Virat Kohli. Photo Source: File Photo

ক্রিকেট জীবনে বহু রেকর্ড বিরাট কোহলি (Virat Kohli) তৈরি করেছেন নিজের হাতে। আবার বহু রেকর্ড ভেঙেওছেন তিনি। একদিকে দুর্ধর্ষ যেমন তিনি ব্যাটসম্যান, অপরদিকে ঠিক ততটাই দুর্দান্ত ফিল্ডার তিনি। ৫ নভেম্বর, ১৯৮৮ সালে দিল্লিতে জন্ম বিরাট কোহলির। তাঁর জন্মদিনে দেখে নেওয়া যাক কিছু অজানা রেকর্ড। ৩২ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক বিরাট কোহলি।

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ম্যাচে ৩টি ধারাবাহিক শতরান। একদিনের ম্যাচে সবচেয়ে দ্রুত ১০ হাজার রানের রেকর্ড পকেটবন্দি করেন কোহলি। জীবনের প্রথম বিশ্বকাপে এই ডানহাতি ব্যাটসম্যান একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে শতরান করেছিলেন। ভারতীয় অধিনায়ক হিসেবে প্রথম বিরাট কোহলিই টেস্ট সিরিজে ৩-০-তে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিলেন।

এশিয়া মহাদেশের একমাত্র অধিনায়ক যার নেতৃত্বে দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে। কোহলিই একমাত্র ভারতীয় অধিনায়ক যার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় হাসিল করেছে ভারত। একদিনের সিরিজে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড রয়েছে কোহলির কাছেই। অনূর্দ্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপের বিজেতা কোহলি, তাঁর নেতৃত্বেই ২০০৮-র U19 ওয়ার্ল্ড কাপ ভারত জয় ছিনিয়ে এনেছিল। শুভ ৩২ বিরাট!



@endif