Ishan Kishan: ভোটের মুখে নীতীশ কুমারের দলে যোগ ক্রিকেটার ইশান কিষাণের বাবা প্রণব পাণ্ডের
ভারতের তারকা ক্রিকেটার ইশান কিষাণের বাবা প্রণব পাণ্ডে জনতা দল ইউনাইটেডে যোগ দিলেন। পটনায় জেডি (ইউ)-র দফতরে প্রায় শতাধিক মানুষকে নিয়ে এসে ইশানের বাবা প্রণব নীতীশ কুমারের দলের পতাকা হাতে তুলে নিলেন।
পটনা, ২৭ অক্টোবর: ছেলে জাতীয় দলে ফেরার লড়াইয়ে, সেখান বাবা নাম লেখালেন রাজনীতির ময়দানে। ভারতের তারকা ক্রিকেটার ইশান কিষাণের (Ishan Kishan) বাবা প্রণব পাণ্ডে জনতা দল ইউনাইটেডে যোগ দিলেন। পটনায় জেডি (ইউ)-র দফতরে প্রায় শতাধিক মানুষকে নিয়ে এসে ইশানের বাবা প্রণব নীতীশ কুমারের দলের সদস্যপদ গ্রহণ করলেন। জনতা দল ইউনাইটেডে যোগ দিয়ে ইশানের বাবা বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রশংসায় মাতলেন। প্রসঙ্গত, বিহারে বিজেপি ও এনডি-র শরিকদলগুলির সমর্থনে মুখ্যমন্ত্রী পদে আছেন নীতীশ কুমার।
ঝাড়খণ্ডের হয়ে খেলে জাতীয় দলে সুযোগ পাওয়া ইশানের বাবা ও তার পরিবারের সদস্যরা থাকেন বিহারের মহাগড় অঞ্চলে। আগামী দিনে ইশানের বাবাকে ভোটে দাঁড় করাতে পারে জেডি (ইউ)। এর আগে রবীন্দ্র জাদেজার স্ত্রী গুজরাটে বিজেপি প্রার্থী হয়ে জিতে বিধায়ক হয়েছেন।
বিহারে আগামী ১৩ নভেম্বর- রামগড়, তারারি, বেলাগঞ্জ ও ইমামগঞ্জ আসনে উপনির্বাচন হবে।
জনতা দল ইউনাইটেডে যোগ দিলেন ইশান কিষাণের বাবা
আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স করে উইকেটকিপার-ব্যাটার ইশান ২০২১ সালে জাতীয় দলে সুযোগ পান। আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ কয়েকটা ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেন ২৬ বছরের ইশান। দেশের জার্সিতে ৩২টি টোয়েন্টি, ২৭টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলে ইশান যখন বড় তারকা ক্রিকেটার হওয়ার পথে, তখনই শৃঙ্খলাজনিত কারণ ও ফর্ম হারিয়ে জাতীয় দল থেকে বাদ পড়েন। গত বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার পর সেই যে বাদ পড়েন ইশান তারপর থেকে তাঁকে আর জাতীয় দলে নেওয়া হচ্ছে না। ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, কেএল রাহুলদের থেকে অনেকটা পিছনে পড়ে গিয়ে এখন ঘরোয়া ক্রিকেটে ভাল পারফম করে কামব্যাকের চেষ্টা করছেন ইশান।