SL vs BAN 2nd Test Day 2 Scorecard: পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে বিধ্বস্ত বাংলাদেশের বোলাররা, একনজরে স্কোরকার্ড
শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka) প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করেছেন। কাল তিনি ১৪৬ রানে অপারজিত থেকে ব্যাটিং করতে আসবেন। দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর-২৯০/২
Sri Lanka National Cricket Team vs Bangladesh National Cricket Team: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ২৬ জুন কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club, Colombo) আয়োজিত হয় SL বনাম BAN-এর দ্বিতীয় দিনের ম্যাচ। আজকের দিনের শেষ শ্রীলঙ্কার ব্যাটিং বাংলাদেশের পুরো বিধ্বস্ত করে দিয়েছে। দ্বিতীয় সেশনে ভালো জুটি গড়ার পর দীনেশ চান্দিমাল (Dinesh Chandimal) একটুর জন্য সেঞ্চুরি মিস করেন। ১৫৩ বলে ৯৩ রান করে চান্দিমাল আউট হন নাইম হাসানের (Nayeem Hasan) বলে। এই একটি উইকেট ছাড়া তারা কোনওভাবে সফল হতে পারেনি। শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka) প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করেছেন। কাল তিনি ১৪৬ রানে অপারজিত থেকে ব্যাটিং করতে আসবেন। দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর-২৯০/২। SL vs BAN 2nd Test Day 2 Live Scorecard: হিমশিম খাচ্ছে বাংলাদেশের বোলিং! নিশাঙ্কা- দিলশানের জুটিতে শ্রীলঙ্কা-১৯০/১
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট দ্বিতীয় দিন স্কোরকার্ড
আজ তাইজুল ইসলামকে (Taijul Islam) ৩৩ রানে আউট করেন সোনাল দিনুশা (Sonal Dinusha)। তার ইনিংসের সুবাদে গতকাল ২১৪/৮ থেকে বাংলাদেশ ২৪৭ রান করতে পারে। এই ম্যাচে অভিষেক করা সোনাল পেয়েছেন ৩ উইকেট। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু করে শ্রীলঙ্কা। বিনা উইকেট খুইয়ে তারা প্রথম সেশন শেষ করে। লাঞ্চ ব্রেকের পর খেলা শুরু হতেই লাহিরু উদারা (Lahiru Udara)-কে আউট করেন তাইজুল ইসলাম (Taijul Islam)। ৬৫ বলে ৪০ রান করে তাইজুলের লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এই মুহূর্তে শ্রীলঙ্কা মাত্র ৪৩ রানে পিছিয়ে। তাই বাংলাদেশের আগামিকাল উইকেট নেওয়ার খুব দরকার।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)