IND W vs PAK W T20 CWC 2024: পাকিস্তানকে হারাতে হরমনপ্রীতদের চাই ১০৬ রান, অরুন্ধতীদের সামনে পা কাঁপাল ফতিমাদের
মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ লিগের ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান করল ৮ উইকেট ১০৫।
দুবাই, ৬ অক্টোবর: দুবাইয়ে হওয়া ভারতীয় মহিলা দল ও পাকিস্তান মহিলা দলের ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়িকা ফতিমা সানা। ভারতীয় বোলারদের শৃঙ্খলাজনক বোলিংয়ের সামনে তেমন কিছুই করতে পরালেন না পাক ব্যাটাররা। মাত্র ৪১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল পাকিস্তান। শুরুতেই ওপেনার গুল ফেরোজা (০)-কে আউট করে পাকিস্তানকে ধাক্কা দেন ভারতের তারকা পেসার রেণুকা সিং। এরপর দীপ্তি শর্মা আউট করেন সিদারা আমিন (৮)-কে। এরপর আর ভারতকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
পাকিস্তানের তারকা নিদা দারা (২৮) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তেমন কিছু করতে পারেননি। ৭ উইকেটে ৭১ থেকে একশো রানের গণ্ডি ছাড়ানোর পিছনে নিদা দার-কে কিছুটা সাহায্য করেন ফতিমা সানা (১৩), ও সায়দা শাহ (১৪)। পাকিস্তানের হয়ে এই তিনজনই দু অঙ্কের রান করেন। বাকিরা একেবারেই খেলতে পারেননি। ভারতের পেসার অরুন্ধতী রেড্ডি ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল ১২ রানে নেন ২টি উইকেট। রেনুকা, দীপ্তি ও আশা সোবানা ১টি করে উইকেট নেন। উইকেটের পিছনে দারুণ পারফরম্যান্স মেলে ধরেন বাংলার মেয়ে রিচা ঘোষ। সোবানার বলে পাক অধিনায়িকা ফতিমা সানার দুরন্ত ক্যাচ লোফেন রিচা।
পাকিস্তানকে ১০৫ রানে বেঁধে রাখলেন হরমনপ্রীতরা
চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছিল ভারতীয় মহিলা দল। অন্যদিকে, শ্রীলঙ্কাকে হারিয়ে অভিযান শুরু করেছিল পাকিস্তান।