PAK vs NEP, Asia Cup 2023 Live Streaming: পাকিস্তান বনাম নেপাল, এশিয়া কাপ ২০২৩, সরাসরি দেখবেন যেখানে (ভারত এবং বাংলাদেশ)
সরাসরি টিভিতে পাকিস্তান বনাম নেপাল, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে এবং বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে
আজ বৃহস্পতিবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল। আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের পর এই টুর্নামেন্ট শুরু করেছে আয়োজক পাকিস্তান। 'এ' গ্রুপে বাবর আজমের দলের সঙ্গে রয়েছে নেপাল ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। পাকিস্তান বর্তমান ওয়ানডের এক নম্বর দল হয়ে অবশ্যই ফেভারিট হিসেবে প্রতিযোগিতায় নামবে এবং ভারতের বিপক্ষে ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে অনুষ্ঠিতব্য প্রত্যাশিত ম্যাচের আগে এটিকে প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখবে। অধিনায়ক বাবর, উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক এবং ফখর জামানের ব্যাটে ভর করে পাকিস্তান এগিয়ে যেতে চাইবে এবং হ্যারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদিরা বোলিং আক্রমণে সহজে আটকে দিতে চাইবে তারা। অন্যদিকে, নেপাল আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে কিছু করতে না পারলেও ক্রিকেটের প্রতি দল এবং ভক্তদের উন্মাদনা ভাগ্য বদল করতে পারে। ক্রিকেট মাঠে এই প্রথম মুখোমুখি হতে চলেছেন দু'দল।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ হারিস, শাদাব খান, মহম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, সৌদ শাকিল, তৈয়ব তাহির (ট্র্যাভেলিং রিজার্ভ)।
নেপাল: রোহিত পৌডেল (অধিনায়ক), কুশল ভুর্তেল, আসিফ শেখ, ভীম শর্কি, কুশল মল্ল, আরিফ শেখ, দীপেন্দ্র সিং আইরি, গুলশান ঝা, সোমপাল কামী, করণ কেসি, সন্দীপ লামিছানে, ললিত রাজবংশী, প্রতীশ জিসি, মৌসুম ঢকাল, সন্দীপ জোড়া, কিশোর মাহাতো, অর্জুন সৌদ।
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম নেপাল, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ?
৩০ আগস্ট মুলতান ক্রিকেট স্টেডিয়ামে (Multan Cricket Stadium, Multan) ২০২৩ এশিয়া কাপ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল।
কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম নেপাল, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ?
পাকিস্তান বনাম নেপাল, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ০০টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় পাকিস্তান বনাম নেপাল, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ
সরাসরি টিভিতে পাকিস্তান বনাম নেপাল, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে এবং বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম নেপাল, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।