Debut at Perth Test 2024: পার্থে টেস্টে অভিষেক নীতীশ রেড্ডি-হর্ষিত রানার, অজি দলে নাথান ম্যাকসুইনি

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে অভিষেক হলেও এটাই হর্ষিতের প্রথম ভারত টেস্ট ক্যাপ। আইপিএল ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ করে রানা ভারতীয় দলে জায়গা পেয়েছেন এবং সিরিজের সঙ্গে বোলিং করতে ভারতের প্লেয়িং ইলেভেনের অংশ হয়েছেন।

Nitish Kumar Reddy Making Debut (Photo Credit: BCCI/ X)

আজ, শুক্রবার পার্থে শুরু হতে চলা বর্ডার গাভাস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) উদ্বোধনী ম্যাচে টেস্ট অভিষেক হয়েছে অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ও পেসার হর্ষিত রানার (Harshit Rana)। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে অভিষেক হলেও এটাই হর্ষিতের প্রথম ভারত টেস্ট ক্যাপ। আইপিএল ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ করে রানা ভারতীয় দলে জায়গা পেয়েছেন এবং সিরিজের সঙ্গে বোলিং করতে ভারতের প্লেয়িং ইলেভেনের অংশ হয়েছেন। ১০টি প্রথম শ্রেণির ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে রানার, যেখানে নিয়েছেন ৪৩টি উইকেট। বোলিংয়ের পাশাপাশি একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিসহ ৪৬৯ রানে অবদান রেখেছেন ডানহাতি এই পেসার। এদিকে টি-টোয়েন্টি অভিষেকের ঠিক এক মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে নীতীশের এই উত্থান চোখে পড়ার মতো। রোহিত শর্মার অনুপস্থিতিতে জসপ্রীত বুমরাহ ভারতকে নেতৃত্ব দেওয়ায় রেড্ডির অলরাউন্ড প্রতিভা শক্তিশালী অস্ট্রেলিয়ান আক্রমণের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ হবে। AUS vs IND 1st Test Toss Update: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের; জানুন দুদলের একাদশ

নীতীশ রেড্ডি-হর্ষিত রানার অভিষেক

অন্যদিকে অস্ট্রেলিয়া শিবিরে কুইন্সল্যান্ডের প্রতিভাবান ক্রিকেটার নাথান ম্যাকসুইনি (Nathan McSweeney)। অস্ট্রেলিয়ার হয়ে ৪৬৭ তম টেস্ট ক্যাপ পেয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে ডেভিড ওয়ার্নার অবসর নেওয়ার পর পার্থে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য তাকে ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে। ওপেনার হিসেবে ওয়ার্নারের শূন্যস্থান পূরণে স্টিভ স্মিথের ব্যর্থ চেষ্টার পরই এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে তার জুটি হবেন অভিজ্ঞ উসমান খোয়াজা। ডানহাতি এই ব্যাটসম্যান প্রথম-শ্রেণীর ক্রিকেটে ছয়টি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি করেছেন। এছাড়া পার্টটাইম অফ ব্রেক বোলার হিসেবে ম্যাকসুইনি ঘরোয়া ক্রিকেটে সাউথ অস্ট্রেলিয়ার পক্ষে খেলেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement