NZ vs PAK 2nd ODI Scorecard: কিউই পেসারদের বোলিংয়ের সামনে ফের ব্যর্থ রিজওয়ানরা, দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড; একনজরে স্কোরকার্ড

নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সেডন পার্কে আয়োজিত এই ম্যাচে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে ২০৮ রানে অলআউট করে কিউইরা সফলভাবে ২৯২ রান ডিফেন্ড করে। ফাহিম আশরাফ (Faheem Ashraf) ও নাসিম শাহ (Naseem Shah) মিডল অর্ডারে বিপর্যয় থেকে পাকিস্তানকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করেন

New Zealand ODI Cricket Team (Photo Credit: BLACKCAPS/ X)

New Zealand National Cricket Team vs Pakistan National Cricket Team: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সেডন পার্কে আয়োজিত এই ম্যাচে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে ২০৮ রানে অলআউট করে কিউইরা সফলভাবে ২৯২ রান ডিফেন্ড করে। ফাহিম আশরাফ (Faheem Ashraf) ও নাসিম শাহ (Naseem Shah) মিডল অর্ডারে বিপর্যয় থেকে পাকিস্তানকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করেন। আসলে কিউই পেসার বেন সিয়ার্সের (Ben Sears) পাঁচ উইকেট নিউজিল্যান্ডকে একতরফা জয় এনে দেন। এর আগে তাদের হয়ে অপরাজিত ৯৯ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মিচেল হে (Mitchell Hay)। পাকিস্তান প্রথমে টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা কিন্তু একদম ভালো করেনি। মাঝের ওভারে ১৩২/৫ হয়ে যায় তারা। এরপর মহম্মদ আব্বাসের (Muhammad Abbas) (৪১) ও মিচেল হে'র (৯৯*) দুর্দান্ত ইনিংস ৫০ ওভারে ২৯২/৮ রানে পৌঁছে দেয়। NZ vs PAK 2nd ODI Live Score: পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মিচেল হের ৯৯ রানের সুবাদে ২৯২/৮ নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে স্কোরকার্ড

ফের হোঁচট খেল পাকিস্তানের ইনিংস

পাকিস্তান ফের রান তাড়া করতে নেমে খুব খারাপ শুরু করে। নিউজিল্যান্ডের সিমারদের নতুন বলে দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই ওপেনার আব্দুল্লাহ শফিক (Abdullah Shafique)-কে হারায় তারা। তিনি ১১ বলে মাত্র ১ রান করে আউট হন। দুই ওভার পর বাবর আজমও (Babar Azam) জ্যাকব ডাফির (Jacob Duffy) বলে সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেলে বড় ধাক্কা খায় পাকিস্তান। ওয়ানডে ক্রিকেটের এই তারকা ব্যাটসম্যান ৩ বলে মাত্র ১ রান করে ফিরে যান। এরপর ডাফি ১২ বলে মাত্র ৩ রান করা ইমাম উল হক (Imam-ul-Haq)-কে আউট করলে পাকিস্তান ৫.৩ ওভারে ৯/৩ হয়ে যায়। পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) খুবই স্লো খেলা চালিয়ে যান। ২৭ বল খেলে মাত্র ৫ রান করে তিনিও বেন সিয়ার্সের বলে আউট হয়ে ফিরে যান। এর আগে টি২০ অধিনায়ক সলমন আলী আগা (Salman Agha) বেন সিয়ার্সের বলে আউট হলে স্কোর হয়-৩২/৫।

এরপর তৈয়ব তাহির (Tayyab Tahir) একটু হাল ধরে একটি চারের সাহায্যে ২৯ বলে ১৩ রান করেন কিন্তু তিনিও শেষ পর্যন্ত নাথান স্মিথের (Nathan Smith) বলে আউট হয়ে ফিরে যান। পাকিস্তানের হয়ে একমাত্র ভালো ব্যাটিং করেন ফাহিম আশরাফ। তিনি ৮০ বলে ৬টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৭৩ রানের ইনিংস খেললে পাকিস্তানের ইনিংস কিছুটা উদ্ধার হয়। কিন্তু অন্যদিক থেকে উইকেট পড়তেই থাকে। মহম্মদ ওয়াসিম জুনিয়র ২ বলে ১ রান করে সিয়ার্সের বলে আউট হন। এরপর হারিস রউফ (Haris Rauf) চোট পেয়ে ফিরে যান, যা পাকিস্তানের জন্য আগামী ম্যাচে বিপদের কারণ হতে পারে। আকিফ জাভেদ ৭ বলে ২টি চারের সাহায্যে ৮ রান করে ডাফির বলে আউট হন। এরপর পাক পেসার নাসিম শাহ (Naseem Shah) লড়াই চালিয়ে যান। তার ৪৪ বলে ৪টি চার এবং ৪টি ছয়ের ৫১ রানের ইনিংস পাকিস্তানকে বিশাল ব্যবধানে লজ্জার হারের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু তিনি আর ফাহিম আউট হলে পাকিস্তানের জন্য তাদের চেষ্টা জলে যায়।

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজের ফলাফল

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান প্রথম ওয়ানডেঃ নিউজিল্যান্ড ৭৩ রানে জয় পায়।

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেঃ নিউজিল্যান্ড ৮৪ রানে জয় পায়।

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডেঃ ৫ এপ্রিল এই ম্যাচ আয়োজিত হবে মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement