Multan Sultans vs Karachi Kings, PSL Live Streaming: মুলতান সুলতানস বনাম করাচি কিংস পিএসএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কবে, কোথায়, কীভাবে দেখবেন পাকিস্তান সুপার লিগ ২০২৩-এর মুলতান সুলতানস বনাম করাচি কিংসের ম্যাচ জেনে নিন

Karachi Kings (Photo Credit: Karachi Kings/ Twitter)

আজ ২২ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ২০২৩-এর ১১ নম্বর ম্যাচে মুখোমুখি হবে মুলতান সুলতানস (Multan Sultans) ও করাচি কিংস (Karachi Kings)। মুলতানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে (Multan Cricket Stadium, Multan) অনুষ্ঠিত হবে ম্যাচটি। আজকের ম্যাচে করাচি কিংসের বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখতে মরিয়া মুলতান সুলতানরা। চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে সুলতানরা। অন্যদিকে, টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি করাচি কিংসের। চলতি মরসুমে চারটি ম্যাচের একটিতে জয় পেয়েছে তারা। এই মুহূর্তে চার নম্বরে রয়েছে তারা। সেই কারণে সুলতানদের বিপক্ষে ম্যাচে জয়ের চেষ্টা করবে তারা।

কবে, কোথায় আয়োজিত হবে মুলতান সুলতানস বনাম করাচি কিংসের খেলা?

মুলতানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে (Multan Cricket Stadium, Multan) মুলতান সুলতানস বনাম করাচি কিংসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে মুলতান সুলতানস বনাম করাচি কিংসের খেলা?

পাকিস্তান সুপার লিগের মুলতান সুলতানস বনাম করাচি কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।