Mohammed Shami: কামব্যাকে জল ঢালল হাঁটু, অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না 'আনফিট' সামির
জশশ্রীত বুমরা-র পাশে তাঁকে খুব দরকার ছিল। ঘরোয়া ক্রিকেটে অনবদ্য খেলে জাতীয় দলে কামব্যাকে এগিয়েও গিয়েছিলেন।
জশশ্রীত বুমরা-র পাশে তাঁকে খুব দরকার ছিল। ঘরোয়া ক্রিকেটে অনবদ্য খেলে জাতীয় দলে কামব্যাকে এগিয়েও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলতে যাওয়া হচ্ছে না ৩৪ বছরের মহম্মদ সামি (Mohammed Shami Injury)-র। বিসিসিআইয়ের পক্ষ থেকে জাাননো হল সামি ফিট নন। এই কারণে সামি বর্ডার-গাভাসকর ট্রফির শেষ দুটো টেস্টে খেলতে পারবেন না। রঞ্জি ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে বাংলার জার্সিতে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করেন সামি।
এখনই জাতীয় দলে কামব্যাক হচ্ছে না সামির
কোথায় সমস্যা
বিশ্বকাপের এক বছর পর মাঠে ফিরে সামির কামব্যাক দেখে, আর অস্ট্রেলিয়ায় অনবদ্য বুমরা-র বাইশ গজে 'একাকিত্ব' দেখে অনেকেই সামিকে অস্ট্রেলিয়া সফরে যাবেন বলে আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু সামির বাম হাঁটু সমস্যায় ফেলল। বোর্ডের বিবৃতিতে পরিষ্কার বলা হল, সামি সাইড লাইনে বোলিংয়ে অনুশীলন করলেও. বাঁ হাঁটু এখনও তৈরি নয়।
নভেম্বরে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সামি ৪৩ ওভার বল করেছিলেন। এরপর সৈয়দ মুস্তাক আলি টি-২০ল টুর্নামেন্টে টানা ৯টি ম্যাচ খেলেন।
সামির কথা
১৯ নভেম্বর, ২০২৩ সালে শেষবার মাঠে নেমেছিলেন (ভারতের জার্সিতে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে)। তারপর ১৩ নভেম্বর, ২০২৪, বাংলার জার্সিতে প্রত্যাবর্তন। চলতি বছর এপ্রিলে অ্যাকিলিস টেন্ডনে সফল অস্ত্রোপচার হয়েছিল ইউপি-র আমরোহার বাসিন্দা বাংলার হয়ে খেলা স্পিডস্টারে। এরপর টিম ইন্ডিয়ার একটার পর একটা সিরিজ গিয়েছে প্রতিবার দল ঘোষণার আগে সামির নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। নির্বাচকরা সামির চোট নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে চাননি। বুমরার চোটের সময় কিছুটা তাড়াহুড়ো করায় ক্ষতি হয়েছিল, সেটা যাতে সামির ক্ষেত্রে না হয় তা নিয়ে সতর্ক বোর্ড।
প্রসঙ্গত, দেশের হয়ে ৬৪টি টেস্ট, ১০১টি ওয়ানডে ও ২৩টি আন্তর্জাতিক টি-২০ খেলছেন সামি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে তাঁর মোট ৪৪৮টি উইকেট (২২৯টি টেস্ট উইকেট সহ) রয়েছে।