Mithali Raj (Photo Credits: Facebook @immithaliraj)

ভারতের মহিলা ক্রিকেট দলের (India Women's Cricket Team) অধিনয়াক মিতালি রাজের (Mithali Raj) মুকুটে নতুন পালক। ৩৯ বছর বয়সি মিতালি আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের (ICC Women's World Cup) ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছেন। আগে এই রেকর্ড অস্ট্রেলিয়ার মহিলা দলের প্রাক্তন অধিনায়ক বেলিন্ডা ক্লার্কের ( Belinda Clark) দখলে ছিল। তিনি বিশ্বকাপের ২৩টি ম্যাচে তাঁর দলকে নেতৃত্ব দিয়েছেন।

অন্যদিকে মিতালি এখনও পর্যন্ত মহিলা বিশ্বকাপে ২৪টি ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ১৪টি ম্যাচে জয় পেয়েছেন, ৯টি ম্যাচে হেরেছেন এবং ১টি ম্যাচের কোনও ফলাফল হয়নি। আরও পড়ুন: Mithali Raj Scripts World Cup Record: বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৬টি ওয়ানডে বিশ্বকাপে মিতালি রাজ, ছুঁলেন সচিনকে

কয়েকদিন আগেই মিতালি আরও একটি রেকর্ড গড়েছেন। ছ'টি ওয়ানডে বিশ্বকাপে (ODI World Cup) অংশ নেওয়া প্রথম মহিলা ক্রিকেটার হয়েছেন তিনি।  সামগ্রিকভাবে, সচিন তেন্ডুলকর এবং পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদের (Javed Miandad) পর মিতালি বিশ্বের তৃতীয় ক্রিকেটার যিনি ছ'টি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। ২০০০ সালে মিতালি প্রথম বিশ্বকাপ খেলেন, এরপর ২০০৫, ২০০৯, ২০১৩, ২০১৭ এবং এখন ২০২২ সালের বিশ্বকাপে খেলছেন।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Fake India’s Head Coach Position: নরেন্দ্র মোদি থেকে এমএস ধোনি ,ভারতের প্রধান কোচের পদের জন্য ৩০০০টিরও বেশি জাল আবেদন পেল বিসিসিআই

ICC W T20I WC Qualifier Winner: আথাপুথুর শতকে বিশ্বকাপ বাছাইপর্ব জয় শ্রীলঙ্কার, এবার মূল লড়াইয়ে ভারতের গ্রুপে

ICC Women's T20I WC Schedule: মহিলা বিশ্বকাপে ৬ অক্টোবর ভারত-পাকিস্তান, কঠিন গ্রুপে বাংলাদেশ

ICC Women T20 WCQ Semifinal Schedule: অজেয় থেকে সেমিফাইনালে শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড, প্রথম বার জায়গা করল আরবও

Happy Birthday Sachin Tendulkar: পঞ্চাশ পেরোলেন সচিন তেন্ডুলকর, জানুন মাস্টার ব্লাস্টারের অনন্য রেকর্ড

Vanuatu in T20 WC For First Time: জনগণের থেকে চাঁদা তুলে প্রথমবার বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে আরব যাবে ভানুয়াতু মহিলা ক্রিকেট দল

Sachin on 2007 Dhoni's Captaincy: ধোনির ভারতের অধিনায়ক হওয়ার পেছনের অজানা গল্প ফাঁস করলেন সচিন তেন্ডুলকর

Sachin Tendulkar on Ashwin: অশ্বিনের পাঁচশোয় সচিনের উচ্ছ্বসিত অভিনন্দন, মাইলস্টোনকে ১০ লক্ষে একের কৃতিত্বে সম্মান