AUS vs IND Test Series: বুমরাদের কাছে হারের পর অজি তারকা ক্রিকেটারকে বাদ দেওয়ার ডাক মিচেল জনসনের

জশপ্রীত বুমার-র টিম ইন্ডিয়ার কাছে ২৯৫ রানে হেরে পারথে মাথা হেঁট হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেটের। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার কাছে সব বিভাগে পরাস্ত হয়ে সিরিজে ০-১ হেরে পিছিয়ে পড়েছে অজিরা।

Australia Test Squad (Photo Credit: ICC/ X)

জশপ্রীত বুমার-র টিম ইন্ডিয়ার কাছে ২৯৫ রানে হেরে পারথে মাথা হেঁট হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেটের। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার কাছে সব বিভাগে পরাস্ত হয়ে সিরিজে ০-১ হেরে পিছিয়ে পড়েছে অজিরা  আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে শুরুর আগে প্যাট কামিন্সের দলে বদলের ডাক দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার মিচেল জনসন (Mitchell Johnson)। জনসন বললেন, যদিও এখনও সিরিজের সবে শুরু, কিন্তু এখনই মার্নস লাবুশানে (Marnus Labuschagne)-কে বাদ দিয়ে নতুন কাউকে নিয়ে দল গড়া। অস্ট্রেলিয়ার এক দৈনিক সংবাদপত্রে মিচেল জনসন লিখেছেন, বেশ অনেক দিন ধরেই ফর্মে নেই লাবুশানে (Labuschagne) ।

অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেই উচিত ওর বদলে অন্য কাউকে সুযোগ দেওয়া। জনসন লেখেন, "দল এবং লাবুশানে-দুজনের কাছেই এটা লাবুশানেকে বাদ দিয়ে স্কোয়াড গড়ার সেরা সময়। জাতীয় দল থেকে বাদ পড়ে লাবুশানে শেফিল্ড শিল্ড এবং ক্লাব ক্রিকেটে খেলে নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ পাবে। আমারা মনে হয় বুমরাদের আগুনে বোলিংয়ের চেয়ে লাবুশানের কাছে ফর্মে ফেরার সেরা মঞ্চ হবে ঘরোয়া ক্রিকেট।" আরও পড়ুন-পিঙ্ক বল টেস্টে ভারতের বড় আশা বাড়িয়ে প্র্যাকটিসে ফিরলেন শুভমন গিল

জনসন পরিসংখ্যান দিয়ে বলেন, লাবুশানে গত দশটি টেস্ট ইনিংসে মাত্র একবার ১০ রানের চেয়ে বেশী করেছ। শুধু রান না করতে পারাই নয়, লাবুশানের ব্যাটিংয়ে আত্মবিশ্বাসটাই হারিয়ে গিয়েছে বলে জনসন দাবি করেন। প্রসঙ্গত, তিন নম্বরে নেমে পারথ টেস্টের প্রথম ইনিংসে লাবুশানে ৫২ বলে ২ রান ও দ্বিতীয় ইনিংসে ৩ রান করে বুমরার বলে এলবি হয়ে ফিরে যান। লাবুশানে শেষবার টেস্টে সেঞ্চুরি করেন গত বছর জুলাইয়ে।