MI Emirates vs Sharjah Warriors, ILT20 Live Streaming: এমআই এমিরেটস বনাম শারজাহ ওয়ারিয়র্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
কবে, কোথায়, কীভাবে দেখবেন আন্তর্জাতিক লিগ ২০২৩-এর এমআই এমিরেটস বনাম শারজাহ ওয়ারিয়র্সের ম্যাচ জেনে নিন
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium) শনিবার ১৪ জানুয়ারি আন্তর্জাতিক লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এমআই এমিরেটস (MI Emirates) ও শারজাহ ওয়ারিয়র্স (Sharjah Warriors)।এমআই এমিরেটসের অধিনায়কত্ব করবেন কায়রন পোলার্ড (Kieron Pollard)। উইল স্মেইড (Will Smeed) ও মহম্মদ ওয়াসিমের (Muhammad Wasim) ওপেনিং জুটি মারাত্মক। ডান হাতি ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারও (Andre Fletcher) ওপেনিং ব্যাটসম্যানদের মধ্যে বেশ ভালো। মিডল অর্ডারে নাজিবুল্লাহ জাদরান (Najibullah Zadran), নিকোলাস পুরান (Nicholas Pooran), পোলার্ডরা শক্তিধর। বোলিং ইউনিটে আছেন ট্রেন্ট বোল্ট (Trent Boult), ফজলহাক ফারুকী (Fazalhaq Farooqi) ও ইমরান তাহির (Imran Tahir)। এদিকে ওয়ারিয়র্সের কাছেও রয়েছে শক্তিশালী দল। জো ডেনলি (Joe Denly), ডেভিড মালান (Dawid Malan) এবং অধিনায়ক মঈন আলিও (Moeen Ali) বড় শট খেলতে পারেন। মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) ও মহম্মদ নবি (Mohammad Nabi) মিডল অর্ডারকে মজবুত করে তুলছেন। স্পিনার হিসেবে কার্তিক মাইয়াপ্পান (Karthik Meiyappan) ও নুর আহমদের (Noor Ahmad) সম্ভাবনা মারাত্মক।
কবে, কোথায় আয়োজিত হবে এমআই এমিরেটস বনাম শারজাহ ওয়ারিয়র্স?
১৪ জানুয়ারি,আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium) এমআই এমিরেটস বনাম শারজাহ ওয়ারিয়র্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে এমআই এমিরেটস বনাম শারজাহ ওয়ারিয়র্স?
আন্তর্জাতিক লিগ ২০২৩-এর এমআই এমিরেটস বনাম শারজাহ ওয়ারিয়র্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন জি-সিনেমাতে (Zee Cinema)। অনলাইনে দেখতে পাবেন জি-৫ (ZEE5) অ্যাপে।