Live Cricket Streaming of Australia vs Pakistan: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে কোথায় দেখবেন লাইভ ম্যাচ? হাতেগরম লাইভ স্কোরই বা মিলবে কোথায় জেনে নিন

ইংল্যান্ডের মাটিতে (England) টেস্ট সিরিজে স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়তে হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে উঠে পাকিস্তানের বিরুদ্ধে এবার স্বমহিয়ায় মাঠে ডেভিড ওয়ার্নার (David warner)। অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিশত রান হাঁকালেন বাঁ-হাতি ক্রিকেটার। ওভালে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দেড়শো রান হাঁকিয়েছিলেন।

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন (Photo Credits: Getty Images)

ইংল্যান্ডের মাটিতে (England) টেস্ট সিরিজে স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়তে হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে উঠে পাকিস্তানের বিরুদ্ধে এবার স্বমহিয়ায় মাঠে ডেভিড ওয়ার্নার (David warner)। অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিশত রান হাঁকালেন বাঁ-হাতি ক্রিকেটার। ওভালে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দেড়শো রান হাঁকিয়েছিলেন। ১৬৬ রানে নটআউট ছিলেন ওয়ার্নার। সেই ধারা বজায় রেখেই দ্বিতীয় দিন আড়াইশো রানের গণ্ডি পার করলেন। দিন রাতের পিঙ্ক টেস্টের চা পান বিরতিতে যাওয়া পর্যন্ত ২৬১ রানে অপরাজিত রয়েছেন তিনি। Australia Vs Pakistan, Cricket Score 2nd Test Match

প্রসঙ্গত পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে শতরানের পর এবার দ্বিতীয় টেস্টে দ্বিশতরান হাঁকারেন অজি ওপেনার। প্রসঙ্গত টেস্ট ক্রিকেটে এটাই ওয়ার্নারের কেরিয়ারে সেরা রান। ৩৪৯ বল ক্রিজে থেকে ৩১টি বাউন্ডারিতে ইনিংস সাাজিয়ে ফেলেছেন তিনি। এই ইনিংসে এখনও পর্যন্ত তার ব্যাটে কোনও ছয় আসেনি। ওয়ার্নারের কেরিয়ারে এটি দ্বিতীয় দ্বিশতরান। এর আগে পারথে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ ২৫৩ রান হাঁকিয়েছিলেন। সেই রেকর্ড টপকে এদিন কেরিয়ার সেরা ২৬১ রান হাঁকিয়ে দ্বিতীয় দিনের চা পান বিরতিতে অপরাজিত রয়েছেন ওয়ার্নার। ওয়ার্নারকে যোগ্য সংগত দিয়েছেন মার্নাস লাবুশানে। ২৩৮ বল খেলে ২২টি বাউন্ডারির সাহায্যে ১৬২ রানের ইনিংস খেলেন লাবুশানে। ওভালে পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় দিনে চা পান বিরতি পর্যন্ত ওয়ার্নারের অপরাজিত ২৬১ রানে ভর করে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৪৭৫ রান তুলেছে। ম্যাচে দ্বিতীয় উইকেটে ওয়ার্নার-লাবুশানে জুটি ৩৬১ রানের পার্টনারশিপ গড়েন। স্কোরবার্ডে ৮ রানের মাথায় জো বার্নস আউট হয়েছিলেন। এরপর স্কোরাবার্ডে ৩৬৯রানের মাথায় লাবুশানে আউট হন। আরও পড়ুন: I-League 2019-20: আগামীকাল আই লিগের ঢাকে কাঠি, উদ্বোধনী ম্যাচে মোহনবাগানের মুখোমুখি আইজল এফসি

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের ম্যাচ কখন জেনে নিন

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টেস্টটি অ্যাডিলেডের অ্যাডিলেড ওভাল গ্রাউন্ডে খেলা হচ্ছে। আজ ৩০ নভেম্বর শনিবার খেলা। সকাল ৯টায় এবং দুপুর ২টোয় শুরু হবে।

কোথায় দেখতে পারবেন লাইভ

সনি পিকচার নেটওয়ার্ক (এসপিএন)-এ আনুষ্ঠানিকভাবে এই খেলা সম্প্রচারিত হবে। এছাড়াও দেখা যাবে সনি টেন থ্রি এবং সনি সিক্সে। পাকিস্তানে এটি দেখা যাবে পিটিভি-তে। এছাড়াও অনলাইনে দেখা যাবে সনি লাইভে। sonyliv.com-এ ক্লিক করলেই দেখতে পারবেন। এছাড়াও লেটেস্টলি-র ওয়েব সাইটেও সরাসরি জানতে পারবেন ম্যাচের ফলাফল।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now