Lakshmipathy Balaji Death Hoax: গাড়ি দুর্ঘটনায় মৃত ভারতীয় দলের প্রাক্তন বোলার লক্ষ্মীপতি বালাজি, ভুয়ো টুইটে উত্তাল সোশাল মিডিয়া

আজ সকাল থেকে হঠাৎ করে ট্রেন্ড ভারতীয় দলের প্রাক্তন বোলার লক্ষ্মীপতি বালাজি (Lakshmipathy Balaji)। কারণ জানলে অবাক হয়ে যাবেন। একটি ভুয়ো খবর সহ টুইটের কারণে টুইটারে ট্রেন্ড হতে শুরু করেন বালাজি। ভুয়ো খবরে বলা হয়, গাড়ি দুর্ঘটনায় (Car Accident) মারা গেছেন তিনি। বর্তমানে চেন্নাই সুপার কিংস (CSK) দলের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন ভারতীয় দলের প্রাক্তন এই জোরে বোলার।

Lakshipathy Balaji (Photo Credits: Getty Images)

আজ সকাল থেকে হঠাৎ করে ট্রেন্ড ভারতীয় দলের প্রাক্তন বোলার লক্ষ্মীপতি বালাজি (Lakshmipathy Balaji)। কারণ জানলে অবাক হয়ে যাবেন। একটি ভুয়ো খবর সহ টুইটের কারণে টুইটারে ট্রেন্ড হতে শুরু করেন বালাজি। ভুয়ো খবরে বলা হয়, গাড়ি দুর্ঘটনায় (Car Accident) মারা গেছেন তিনি। বর্তমানে চেন্নাই সুপার কিংস (CSK) দলের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন ভারতীয় দলের প্রাক্তন এই জোরে বোলার।

'Boloywood Insider' নামের একটি টুইটার অ্যাকাউন্ট বালাজির গাড়ি দুর্ঘটনা হয়েছে বলে টুইট করে। টুইট হতেই সেটি ভাইরাল হয়ে যায়। টুইটে একটি BMW গাড়ি দুর্ঘটনার ছবি দিয়ে লেখা হয় বালাজির মৃত্যুর কথা। দাবি করা হয় গাড়িটি বালাজির। একই টুইটার অ্যাকাউন্ট থেকে অন্য একটি টুইটে লেখা হয়, "RIP Lakshmipthy Balaji'।আরও পড়ুন: Kishore Bhimani Passes Away: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি

বর্তমানে লক্ষ্মীপতি বালাজি আরব আমিরশাহিতে রয়েছেন চেন্নাই দলের সঙ্গে। আইপিএলে চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ৩টিতে জিতেছে।