Lahore Qalandars vs Quetta Gladiators, PSL 2025 Live Streaming: লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫, সরাসরি দেখবেন যেখানে

লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। তবে বাংলাদেশে দেখা যাবে টিস্পোর্টসে (T-Sports)। ভারতে অনলাইনে সম্প্রচার ফ্যানকোডে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ম্যাচ স্পোর্টস সেন্ট্রাল (Sports Central) ইউটিউব চ্যানেলে দেখা যাবে। বাংলাদেশে দেখা যাবে Tapamad অ্যাপে।

Lahore Qalandars vs Quetta Gladiators (Photo Credit: Lahore Qalandars/ X)

Lahore Qalandars vs Quetta Gladiators, PSL 2025 Live Streaming: লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ (PSL 2025)-এর ২১ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১ মে করাচি জাতীয় স্টেডিয়ামে (National Stadium, Karachi) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ৪টি জয় ও ৩টি পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর কালান্দার্স (Lahore Qalandars)। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে সর্বোচ্চ রান করেন ফখর জামান (Fakhar Zaman) এবং সর্বোচ্চ উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। আগের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৮৮ রানে জিতেছিল লাহোর কালান্দার্স। অন্যদিকে, ৪টি জয় ও ২টি পরাজয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে সর্বোচ্চ রান করেন সৌদ শাকিল (Saud Shakeel) এবং সর্বোচ্চ উইকেট নিয়েছেন আবরার আহমেদ (Abrar Ahmed)। আগের ম্যাচে মুলতান সুলতানসকে ১০ উইকেটে হারিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। Karachi Kings vs Multan Sultan, PSL 2025 Live Streaming: করাচি কিংস বনাম মুলতান সুলতান, পিএসএল ২০২৫, সরাসরি কোথায় দেখা যাবে?

লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫

লাহোর কালান্দার্স স্কোয়াডঃ ফখর জামান, মহম্মদ নাঈম, আবদুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, জাহানদাদ খান, ডেভিড উইস, শাহিন আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, আসিফ আফ্রিদি, কুশল পেরেরা, টম কারান, আসিফ আলী, রিশাদ হোসেন, সলমন মির্জা, মহম্মদ আখলাক, জামান খান, মমিন কামার, মোহাম্মদ আজাব।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স স্কোয়াডঃ সৌদ শাকিল (অধিনায়ক), ফিন অ্যালেন, হাসান নওয়াজ, রাইলি রুশো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), শোয়েব মালিক, ফাহিম আশরফ, কাইল জেমিসন, মহম্মদ আমির, আবরার আহমেদ, উসমান তারিক, শন অ্যাবট, আকিল হোসেন, দানিশ আজিজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, হাসিবুল্লাহ খান, মহম্মদ জিশান, আলী মজিদ, খাজা নাফে, খুররম শাহজাদ।

পিএসএল ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ ম্যাচ?

১ মে করাচি জাতীয় স্টেডিয়ামে (National Stadium, Karachi) আয়োজিত হবে লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ ম্যাচ?

লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ৯টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ ম্যাচ?

লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশে দেখা যাবে টিস্পোর্টসে (T-Sports)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ ম্যাচ?

লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার ফ্যানকোডে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ম্যাচ স্পোর্টস সেন্ট্রাল (Sports Central) ইউটিউব চ্যানেলে দেখা যাবে। বাংলাদেশে দেখা যাবে Tapamad অ্যাপে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement