Lahore Qalandars vs Karachi Kings, PSL Live Streaming: লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস পিএসএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
কবে, কোথায়, কীভাবে দেখবেন পাকিস্তান সুপার লিগ ২০২৩-এর লাহোর কালান্দার্স বনাম করাচি কিংসের ম্যাচ জেনে নিন
আজ ১১ মার্চ পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ২০২৩-এর ৩০ নম্বর ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স (Lahore Qalandars) ও করাচি কিংস (Karachi Kings)। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) অনুষ্ঠিত হবে ম্যাচটি। গতবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ইতিমধ্যেই কোয়ালিফায়ার ১-এ জায়গা করে নিয়েছে। নিজেদের শেষ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ১১৯ রানে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। অন্যদিকে, গ্রুপ পর্বের নয় ম্যাচে মাত্র তিন জয়ে প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গেছে করাচি কিংস। তবে লাহোর কালান্দার্সের বিপক্ষে আগের চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে করাচি কিংসরা। চলতি মরসুমে নিজেদের অভিযান জয় দিয়ে শেষ করতে মরিয়া হবে তারা।
কবে, কোথায় আয়োজিত হবে লাহোর কালান্দার্স বনাম করাচি কিংসের খেলা?
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) লাহোর কালান্দার্স বনাম করাচি কিংসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে লাহোর কালান্দার্স বনাম করাচি কিংসের খেলা?
পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্স বনাম করাচি কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।