KKR IPL Retention List: সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীকে রিটেন করবে কেকেআর; বাদ শ্রেয়স আইয়ার ও আন্দ্রে রাসেল
প্রথম রিটেন করা খেলোয়াড়কে ১৮ কোটি টাকা, দ্বিতীয় খেলোয়াড়কে ১৪ কোটি টাকা, তৃতীয় খেলোয়াড়কে ১১ কোটি টাকা, চতুর্থ খেলোয়াড়কে ফের ১৮ কোটি টাকা এবং পঞ্চম খেলোয়াড়কে ১৪ কোটি টাকা দিতে পারবে। এছাড়া আনক্যাপড খেলোয়াড়কে ৪ কোটি টাকা দেওয়া যাবে। সেই অনুসারে নতুন ১২০ কোটি টাকার পার্স থেকে কেকেআরের চারজন খেলোয়াড়ের জন্য ৪৭ কোটি টাকা আগেই খরচ হয়ে যাবে
KKR IPL Retention List: আগামী আইপিএল মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাদের শিরোপা জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে (Andre Russell) ছেড়ে দিতে চলেছে। বিভিন্ন সূত্রের খবর, নতুন মরসুমের জন্য ফ্র্যাঞ্চাইজিটি মাত্র চারজন খেলোয়াড়কে ধরে রাখবে। আজ ৩১ অক্টোবর খেলোয়াড় ধরে রাখার ডেডলাইন রয়েছে। জানা গিয়েছে কেকেআর স্পিনার সুনীল নারিন (Sunil Narine), ব্যাটিং সেনসেশন রিঙ্কু সিং (Rinku Singh), স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) এবং আনক্যাপড রমনদীপ সিং (Ramandeep Singh) ধরে রাখতে পারে বলে আশা করা হচ্ছে। ২০২৪ আইপিএলের ট্রফি জয়ে দলের সাফল্যে এই চার জন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত মরসুমে টপ অর্ডারে ব্যাটিং করে এবং কম রান দিয়ে বোলার হিসেবেও নারিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। IPL Retention Live Streaming: কোথায়, কখন দেখবেন আইপিএল রিটেনশন? জানুন সব খুঁটিনাটি
রিঙ্কু সিং আইপিএলে তাঁর সেরা পারফরম্যান্স দিয়ে ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করেছেন। ২০২২ সাল থেকে ২০৭.৯৭ এর দারুণ স্ট্রাইক রেট নিয়ে খেলছেন তিনি। বরুণ চক্রবর্তী গত দুই মরসুমে ৮.০৯ ইকোনমিতে ৪১ উইকেট নিয়ে ব্যাটসম্যানদের দমিয়ে রেখছেন। এছাড়া কেকেআর লোয়ার মিডল অর্ডারের ব্যাটার রমনদীপ সিংকেও ধরে রাখতে চলেছে। এই রিপোর্ট সত্যি হলে নিলামে কেকেআরের হাতে ম্যাচের জন্য মাত্র একটি রাইট টু ম্যাচ বা আরটিএম কার্ডের অপশন থাকবে।
কেকেআরের রিটেনশনের সম্ভাব্য তালিকা
কেকেআর থেকে বাদ পড়বেন যারা
তবে শিরোপাজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার ও তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ধরে রাখার সম্ভাবনা নেই তাদের। মনের মতো স্যালারি নেই সেই কারণে কলকাতা নাইট রাইডার্স ছাড়তে চলেছেন শ্রেয়স আইয়ার, অন্যদিকে তারকা খেলোয়াড় আন্দ্রে রাসেল তাদের রিটেনশনের তালিকায় জায়গা পাওয়ার সম্ভাবনা কম। যদিও রাসেল গত মরসুমে ব্যাট এবং বল হাতে কেকেআরের হয়ে দারুণ খেলেছেন তাই হাতে থাকা আরটিএম কার্ড ব্যবহার করে নাইট রাইডার্স এই জামাইকানকে ফের দলে নিতে পারে। রাসেলের পাশাপাশি আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় মিচেল স্টার্ককেও ছেড়ে দিতে চলেছে কেকেআর। গতবার এই অস্ট্রেলিয়ান পেসার ২৪.৭৫ কোটি টাকায় কেকেআরে আসেন। পুরো লিগ পর্বে তার খারাপ পারফরম্যান্স সত্ত্বেও, তিনি প্লে অফ এবং ফাইনালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে নিলামে তাঁকে দলে নেবে কিনা কেকেআর সেটার সম্ভাবনা কম।
আইপিএল রিটেনশনে কেকেআরের পার্স
আইপিএলের রিটেনশন গাইডলাইন অনুসারে যেকোনো ফ্র্যাঞ্চাইজি তাদের নিলাম পার্স থেকে প্রথম রিটেন করা খেলোয়াড়কে ১৮ কোটি টাকা, দ্বিতীয় খেলোয়াড়কে ১৪ কোটি টাকা, তৃতীয় খেলোয়াড়কে ১১ কোটি টাকা, চতুর্থ খেলোয়াড়কে ফের ১৮ কোটি টাকা এবং পঞ্চম খেলোয়াড়কে ১৪ কোটি টাকা দিতে পারবে। এছাড়া আনক্যাপড খেলোয়াড়কে ৪ কোটি টাকা দেওয়া যাবে। সেই অনুসারে নতুন ১২০ কোটি টাকার পার্স থেকে কেকেআরের চারজন খেলোয়াড়ের জন্য ৪৭ কোটি টাকা আগেই খরচ হয়ে যাবে এবং ২০২৫ আইপিএল মেগা নিলামে একটি আরটিএম কার্ড সহ হাতে থাকবে ৭৩ কোটি টাকা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)