KKR Squad IPL 2025: নিলামে শেষবেলায় ঝড় তুলে ভাল দল গড়ল কলকাতা, মইন আলি, রাহানেদের কিনল শাহরুখের দল

ওস্তাদের মার শেষ রাতে। ভেঙ্কটেশ আইয়ার-কে কিনতে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে, সৌদি আরবে দ্বিতীয় দিনে নিলামের টেবিলে অসহায় হয়ে যাওয়া কলকাতা নিলামের শেষবেলায় কম টাকায় তিনজন ভাল ক্রিকেটারকে কিনে নিজেদের স্কোয়াড গুছিয়ে নিল।

Moeen Ali confirms his Retirement Photo Credit: Twitter@SkyCricket

ওস্তাদের মার শেষ রাতে। ভেঙ্কটেশ আইয়ার-কে কিনতে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে, সৌদি আরবে দ্বিতীয় দিনে নিলামের টেবিলে অসহায় হয়ে যাওয়া কলকাতা নিলামের শেষবেলায় কম টাকায় তিনজন ভাল ক্রিকেটারকে কিনে নিজেদের স্কোয়াড গুছিয়ে নিল।সিএসকে-র হয়ে দারুণ খেলা ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি ও আজিঙ্কা রাহানে-কে কিনল শাহরুখ খানের দল। রাহানে আর মইন আলি ২০২৩ আইপিএলে ধোনির সিএসকের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন। মইন আলি-কে ২ কোটি আর রাহানেকে দেড় কোটিতে কিনল কলকাতা। দুজনেই এদিন নিলামের শুরুতে অবিক্রিত ছিলেন। অবিক্রিতদের নিয়ে নিলামে রাহানে, মইনের পাশাপাশি কাশ্মীরের স্পিডস্টার উমরান মালিক-কে মাত্র ৭৫ লাখে কেনেন শাহরুখ খানরা। অঙ্কুল রায়-কে ৪০ লক্ষ টাকায় কেনে কলকাতা। রাহানে ও অঙ্কুল একটা সময় নাইট রাইডার্সেই ছিলেন।

এর আগে এদিন ক্যারিবিয়ান বিস্ফোরক ব্য়াটার রোভম্যান পাওয়েল, অস্ট্রেলিয়ার পেসার স্পেনার্স জনসনে কেনে নাইট রাইডার্স। পঞ্জাবের লেগ স্পিনার মায়াঙ্ক মার্কান্ডেকেও দলে নেয় কলকাতা।

কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড

KKR SQUAD FOR IPL 2025:

রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, রমনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, রহমানুল্লা গুরবাজ, এনরিক নোকিয়া, অঙ্গকৃশ রঘুবংশী, বৈভব আরোরা, মায়াঙ্ক মারকান্ডে, রোভম্যান পাওয়েল, মণীশ পান্ডে, স্পেনার্স জনসন, লুভনিত সিসোদিয়া, আজিঙ্কা রাহানে, অঙ্কুল রায়, মঈন আলি, উমরন মালিক।

আইপিএলের মেগা নিলামের পর কেমন হল কলকাতার স্কোয়াড:

ওপেনার: আজিঙ্কা রাহানে, রহমানুল্লা গুরবাজ (উইকেটকিপার), কুইন্টন ডি কক (উইকেটকিপার)।

মিডল অর্ডার: রোভম্যান পাওয়েল, ভেঙ্কটেশ আইয়ার, মণীশ পান্ডে, অঙ্গকৃশ রঘুবংশী, লুভনীত সিসোদিয়া (উইকেটকিপার)।

ফিনিশার: আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং।

অলরাউন্ডার: সুনীল নারিন।

পেসার: স্পেন্সার জনসন, এনরিক নোকিয়া, হর্ষিত রানা, উমরন মালিক, বৈভব আরোরা।

স্পেশালিস্ট স্পিনার: বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক মার্কান্ডে।

কেমন হতে পারে প্রথম একাদশ: আজিঙ্কা রাহানে, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার,আন্দ্রে রাসেল/রোভম্যান পাওয়েল, লুভনীত সিসোদিয়া (উইকেটকিপার), রিঙ্কু সিং, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক মার্কান্ডে, হর্ষিত রানা, স্পেন্সার জনসন/এনরিক নোকিয়া।

কেকেআর স্কোয়াডে বিদেশী ক্রিকেটাররা- সুনীল নারিন, আন্দ্রে রাসেল, কুইন্টন ডি কক, রোভম্যান পাওয়েল, স্পেনার্স জনসন, এনরিক নোকিয়া, মইন আলি।

সম্ভাব্য অধিনায়ক- আজিঙ্কা রাহানে/ভেঙ্কটেশ আইয়ার।