Karachi Kings vs Quetta Gladiators, PSL 2025 Winning Prediction: করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction

আজ, ২৫ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction?

Kane Williamson (Photo Credit: Karachi Kings/ X)

Karachi Kings vs Quetta Gladiators, PSL 2025 Winning Prediction: করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ (PSL 2025)-এর ১৫ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৫ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হয়েছে এই ম্যাচ। কি বলছে Winning Prediction? ২ জয় ও ২ পরাজয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (Quetta Gladiators)। তাদের হয়ে সর্বোচ্চ রান করেছেন সৌদ শাকিল (Saud Shakeel) এবং সর্বোচ্চ উইকেট নিয়েছেন আবরার আহমেদ (Abrar Ahmed)। শেষ ম্যাচে করাচি কিংসের (Karachi Kings) বিপক্ষে ৫৬ রানের বড় ব্যবধানে হেরেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। অন্যদিকে, করাচি কিংস বর্তমানে ১ জয় ও ৩ পরাজয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। করাচি কিংসের হয়ে সর্বোচ্চ রান করেছেন জেমস ভিন্স (James Vince) এবং সর্বোচ্চ উইকেট শিকারি হলেন হাসান আলী (Hasan Ali)। আগের ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ২ উইকেটে জিতেছিল করাচি কিংস। Karachi Kings vs Quetta Gladiators, PSL 2025 Dream11 Prediction: করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচে এগিয়ে কে? একনজরে পিএসএলের Dream11 Prediction

করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫

করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ ম্যাচের হেড টু হেডঃ

পিএসএলে এখনও পর্যন্ত ১৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এই ১৯টি ম্যাচের মধ্যে করাচি কিংস জিতেছে ১৩ বার এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৬ বার জিতেছে।

করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ

এই ভেন্যুতে এটি পিএসএল ২০২৫ এর ম্যাচের রেকর্ড বলে এই মাঠের পিচ উভয় ইনিংসেই ব্যাটিংয়ের জন্য স্বর্গ। তাই টস জিতে অধিনায়ক সম্ভবত এই ভেন্যুতেই প্রথমে বোলিং করবেন।

করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী

প্রথম ইনিংস: ১৭০-১৮০ রান

দ্বিতীয় ইনিংস: ২০০-২১০ রান

করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, পিএসএল ২০২৫ ম্যাচে আমাদের Winning Prediction

আর্দ্রতার মাত্রা কম থাকায় শিশিরের কোনও ভূমিকা থাকবে না। করাচি কিংসের বিপক্ষে দারুণ রেকর্ড কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের। এই ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জয়ের সম্ভাবনা বেশী।

Google বলছে, আজ করাচি কিংসের জেতার সম্ভাবনা-৫৪% এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সম্ভাবনা-৪৬%

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement