BCCI To Ban Journalist Boria Majumdar: ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ার ঘটনায় ২ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন সাংবাদিক বোরিয়া মজুমদার
ভারতের উইকেট-রক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ার ঘটনায় বিসিসিআই (BCCI)-র তদন্তে দোষীসাব্যস্ত হয়েছেন সাংবাদিক বোরিয়া মজুমদার (Journalist Boria Majumdar)। বোরিয়াকে বিসিসিআই (BCCI) দুই বছরের জন্য নিষিদ্ধ (Ban) করতে পারে। জানা যাচ্চে, নিষিদ্ধ ঘোষণা হলে বোরিয়াকে দেশের কোনও স্টেডিয়ামের ভেতরে যেতে দেওয়া হবে না। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই আইসিসিকেও চিঠি দেবে যাতে এই সাংবাদিককে তারা কালো তালিকাভুক্ত করে। বিসিসিআই দ্বারা গঠিত তিন সদস্যের প্যানেল ঋদ্ধিমান সাহাকে ভয় দেখানোর জন্য বোরিয়া মজুমদারকে দোষীসাব্যস্ত করেছে।
ভারতের উইকেট-রক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ার ঘটনায় বিসিসিআই (BCCI)-র তদন্তে দোষীসাব্যস্ত হয়েছেন সাংবাদিক বোরিয়া মজুমদার (Journalist Boria Majumdar)। বোরিয়াকে বিসিসিআই (BCCI) দুই বছরের জন্য নিষিদ্ধ (Ban) করতে পারে। জানা যাচ্চে, নিষিদ্ধ ঘোষণা হলে বোরিয়াকে দেশের কোনও স্টেডিয়ামের ভেতরে যেতে দেওয়া হবে না। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই আইসিসিকেও চিঠি দেবে যাতে এই সাংবাদিককে তারা কালো তালিকাভুক্ত করে। বিসিসিআই দ্বারা গঠিত তিন সদস্যের প্যানেল ঋদ্ধিমান সাহাকে ভয় দেখানোর জন্য বোরিয়া মজুমদারকে দোষীসাব্যস্ত করেছে।
১৯ ফেব্রুয়ারিতে ঘটনাটি প্রকাশ্যে আসে। বোরিয়া মজুমদারের সঙ্গে তাঁর কথোপকথনের স্ক্রিনশট টুইট করেছিলেন ঋদ্ধিমান। তিনি দাবি করেছিলেন যে ইন্টারভিউ দেওয়ার জন্য বোরিয়া তাঁকে হুমকি দিয়েছিলেন। ঋদ্ধি টুইট লেখেন, "ভারতীয় ক্রিকেটে নিজের অবদান রাখার পর তথাকথিত এক ‘শ্রদ্ধেয়’ সাংবাদিকের কাছ থেকে এটা আমাকে শুনতে হল। সাংবাদিকতা এখন এই জায়গায় পৌঁছেছে।" আরও পড়ুন: Nigerian Oil Refinery Explosion: নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু
ঋদ্ধি টুইট করতেই সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। ঋদ্ধির পাশে দাঁড়ান বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা। ঋদ্ধিমানকে অনুরোধ করা হয় সেই সাংবাদিকের নাম প্রকাশ্যে আনার জন্য। চাপের মুখে পড়ে বিসিসিআই ঋদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গড়ে। সেখানে রাখা হয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ ভাটিয়াকে। সেই কমিটির কাছে ঋদ্ধি অভিযুক্ত সাংবাদিকের নাম বলেন। যদিও বোরিয়া পাল্টা অভিযোগ করেন, তাঁর হোয়াটসঅ্যাপ বার্তা বিকৃত করেছেন ঋদ্ধি। তাঁর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারিও দেন তিনি।