Jasprit Bumrah 400 Wickets: মুশফিকুরদের আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মালিক বুমরা

ভারতের মহাতারকা পেসার জশপ্রীত বুমরা মানেই বল হাতে বিস্ফোরণ, ব্যাটসম্যানদের রাতের ঘুম চলে যাওয়া, উইকেটের বর্ষণ।

Jasprit Bumrah Reaches 400 Wickets in International Cricket. (Photo Credits: X)

দুনিয়ার সেরা পেসারদের মধ্যে তাঁকে একেবারে প্রথমের দিকে রাখা হচ্ছে। ভারতের মহাতারকা পেসার জশপ্রীত বুমরা মানেই বল হাতে বিস্ফোরণ, ব্যাটসম্যানদের রাতের ঘুম চলে যাওয়া, উইকেটের বর্ষণ। সেই বুমরা আন্তর্জাতিক ক্রিকেটে নয়া মাইলস্টোনে পৌঁছলেন। শুক্রবার চেন্নাইয়ে বাংলাদেশের হাসান মেহমুদ-কে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৪০০তম উইকেটটি নিলেন বুমরা। চলতি টেস্টে প্রথম ইনিংসে শাদমান ইসলাম (২), মুশফিকুর রহিম (৮), ও হাসান মেহমুদ (৯)-কে আউট করেন ভারতের মহাতারকা এই পেসার।

টেস্টে ১৬২টি, ওয়ানডে-তে ১৪৯টি ও আন্তর্জাতিক টি-২০তে ৮৯টি উইকেট সংগ্রহ হয়ে গেল বুমরা-রা। সব মিলিয়ে সুপার ৪০০ উইকেটশিকারীর ক্লাবে ঢুকে পড়লেন তিনি। প্রসঙ্গত, বুমরা এখনও পর্যন্ত ৩৬টি টেস্ট, ৮৯টি ওয়ানডে ও ৭০টি আন্তর্জাতিক টি-টোয়ন্টি ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন-বুমরা, আকাশদের আগুনে স্পেলে ঝলসে গেল বাংলাদেশ

বুমরার মাইলস্টোন

২০১৬ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল। সেই অজি সফরেই টি-২০ সিরিজে দেশের হয়ে প্রথমবার সংক্ষিপ্ততম ক্রিকেটেও প্রথমবার খেলেছিলেন আমেদাবাদের পেসার। সীমিত ওভারের ফর্ম্যাটে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর, ২০১৮ সালে প্রথমবার দেশের হয়ে টেস্ট খেলেন বুমরা। আট বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে ৪০০ উইকেটশিকাীরর ক্লাবে জায়গা করে নিলেন তিনি।