Jasprit Bumrah Injury Update News: চোট পেয়ে ছিটকে যাওয়ার পর ভক্তদের কী বললেন বুমরা
শুরুর ঠিক আগে চোট পেয়ে ছিটকে গিয়েছেন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরা। বুমরা-র পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে স্কোয়াডে ঢুকলেন উমেশ যাদব। সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের সেরা হওয়ার পর, টেস্টেও কেরিয়ারটা চমকপ্রদ করেছেন বুমরা।
India vs South Africa 2019 Test Series শুরুর ঠিক আগে চোট পেয়ে ছিটকে গিয়েছেন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বুমরা-র পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে স্কোয়াডে ঢুকলেন উমেশ যাদব (Umesh Yadav)। সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের সেরা হওয়ার পর, টেস্টেও কেরিয়ারটা চমকপ্রদ করেছেন বুমরা। ক দিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ বোলিং করেন। সাবাইনা পার্কে বুমরা হ্যাটট্রিক সহ ৬ উইকেট নিয়েছিলেন। এমন একটা সময় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে চোট এসে সব এলোমেলো করে দিল।
টেস্ট ক্রিকেটে চূড়ান্ত ফর্মের মধ্যে থাকা বুমরা একটা সময় চোট পাওয়ায় তাঁর ভক্তরা স্বভাবতই হতাশ। বুমরার চোট দ্রুত সেরে যাওয়ার কামনায় অনেকেই তাঁকে বার্তা পাঠিয়েছেন। তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বুমরা লিখলেন, " চোট হল খেলার একটা অঙ্গ। সবাই যেভাবে আমার সেরে ওঠার জন্য পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়ে মনোবল বাড়াচ্ছেন তাদের অনেক ধন্যবাদ।"
দেখুন ইনস্টা পোস্টে কী লিখলেন বুমরা
মাইক্রোব্লগিং ওয়েবসাইটে এমন কথাই লিখলেন বুমরা। ক দিন আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজে বুমরা দুবার পাঁচ উইকেট, হ্য়াটট্রিক সহ মোট ১৩টি উইকেট নেন। গত বছর জানুয়ারিতে টেস্ট অভিষেক হয়েছিল বুমরার। এখনও পর্যন্ত মোট ১২টি টেস্ট খেলে ৬২টি উইকেট নিয়েছেন গুজরাটের এই তারকা পেসার।