IPL Mega Auction Update: আইপিএলের নিলামে যেন টাকা উড়ছে, রেকর্ড ২৭ কোটিতে লখনৌয়ে পন্থ, ২৬.৭৫ কোটিতে শ্রেয়সকে কিনল পঞ্জাব
সৌদি আরবের জেড্ডা শহরে চলছে আইপিএলের মেগা নিলাম। নিলামের শুরু থেকেই চড়া দামে বিক্রি হচ্ছেন ক্রিকেটাররা। নিলামে এখনও পর্যন্ত সবচেয়ে বেশী দামে বিক্রি হয়েছেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ।
সৌদি আরবের জেড্ডা শহরে চলছে আইপিএলের মেগা নিলাম। নিলামের শুরু থেকেই চড়া দামে বিক্রি হচ্ছেন ক্রিকেটাররা। রেকর্ড দামে কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছেন তারকা ক্রিকেটাররা। ঋষভ পন্থ ২৭ কোটি, শ্রেয়স আইয়ার ২৬.৭৫ কোটি, যুজবেন্দ্র চাহাল ১৮ কোটি, আর্শদীপ সিং ১৮ কোটি-তে বিক্রি হলেন। নিলামে এখনও পর্যন্ত সবচেয়ে বেশী দামে বিক্রি হয়েছেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। দিল্লি থেকে বেরিয়ে নিলামে আসা পন্থ-কে রেকর্ড ২৭ কোটি টাকায় কিনল সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়েন্টস। আইপিএলের নিলামে এর আগে কোনও ক্রিকেটার এত দাম পাননি। পন্থ যেমন দিল্লি ছেড়ে লখনৌয়ে গেলেন, তেমন লখনৌ ছেড়ে দিল্লি ক্যাপিটালসে গেলেন কেএল রাহুল। ১৪ কোটি টাকায় লোকেশ রাহুল-কে কিনল দিল্লি।
পন্থের ঠিক মিনিট ২০ আগেই রেকর্ড ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়স আইয়ার-কে কিনেছিল প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করার পর শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে নিলামে যেতে চেয়েছিলেন শ্রেয়স। নিশ্চিতভাবেই শাহরুখের দল ছেড়ে প্রীতি জিন্টার দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স।
চোট সারিয়ে দীর্ঘ এক বছর পর মাঠে ফেরা মহম্মদ সামি-কে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ। সামি এতদিন গুজরাট টাইটান্সের হয়ে খেলছিলেন। ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটার-উইকেটকিপার জোস বাটলার-কে কিনল গুজরাট টাইটান্স। ১৮ কোটি টাকায় আর্শদীপ সিং-কে কিনল পঞ্জাব। টি-২০ আন্তর্জাতিকে এখন টিম ইন্ডিয়ার সেরা বোলার আর্শদীপ পঞ্জাবেই ছিলেন। তাঁকে রিটেন না করে নিলাম থেকে কিনল প্রীতির দল।
এখনও পর্যন্ত এক নজরে আইপিএলের নিলাম--
পঞ্জাব: শ্রেয়স আইয়ার (৬.৭৫ কোটি), আর্শদীপ সিং (১৮ কোটি), যুজবেন্দ্র চাহাল (১৮ কোটি), ।
গুজরাট: কাগিসো রাবাদা (১০.৭৫ কোটি), জোস বাটলার (১৫.৭৫ কোটি), মহম্মদ সিরাজ (১২.২৫ কোটি)।
দিল্লি: কেএল রাহুল (১৪ কোটি), মিচেল স্টার্ক (১৮ কোটি), জ্যাক ফ্রেসার (৯ কোটি)।
লখনৌ: ঋষভ পন্থ (২৭ কোটি), ডেভিড মিলার (৭.৫০ কোটি)।
বেঙ্গালুরু: লিয়াম লিভিংস্টোন (৮.৭৫ কোটি)।
হায়দরাবাদ: মহম্মদ সামি (১০ কোটি), হর্ষল প্যাটেল (৮ কোটি)।
চেন্নাই: ডেভন কনওয়ে (৬.২৫ কোটি), রাহুল ত্রিপাঠি (৩.৪০ কোটি)