IPL Auction 2025 Live

IPL Mega Auction KKR Squad: ২৩.৭৫ কোটিতে ভেঙ্কটেশ আইয়ারকে কিনতেই সব টাকা শেষ! নিলামের প্রথম দিনের শেষে কেমন হল শাহরুখ খানের দল

সৌদি আরবের জেড্ডায় আইপিএল নিলামের প্রথম দিনটা তেমন ভাল হল কলকাতা নাইট রাইডার্স। রিটেন না করে নিলাম থেকে ভেঙ্কটেশ আইয়ার-কে কেনার পরিকল্পনা করেছিল কলকাতা।

Venkatesh Iyer. (Photo Credits: Twitter)

সৌদি আরবের জেড্ডায় আইপিএল নিলামের প্রথম দিনটা তেমন ভাল হল কলকাতা নাইট রাইডার্স। রিটেন না করে নিলাম থেকে ভেঙ্কটেশ আইয়ার-কে কেনার পরিকল্পনা করেছিল কলকাতা। কিন্তু সেই পরিকল্পনামাফিক হাঁটতে গিয়ে শুধু ভেঙ্কটেশ আইয়ারকে কিনতেই খরচ হয়ে গেল ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা। যেখানে কলকাতার পার্সে বা হাতে ছিল ৫১ কোটি টাকা। আইয়ারকে কিনতে অনেকটা টাকা খরচ হয়ে যাওয়ায় সল্ট-কে কেনা হল না KKR। গত মরসুমে ওপেনার সল্ট কিছু ম্যাচে দারুণ ইনিংস খেলেছিলেন। তবে আফগান উইকেটকিপার ওপেনার রহমানুল্লা গুরবাজকে ২ কোটিতে কিনে ভাল কাজ করল কলকাতা। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক-কে ৩ কোটি ৬০ লক্ষ টাকায় কিনেও কাজের কাজ সেরেছে শাহরুখ খানের দল। গতবার অভিষেক হওয়া অঙ্গকৃশ রঘুবংশী-কে ৩ কোটিতে কিনল কেকেআর। প্রতিশ্রুতিবান বোলার বৈভব আরোরাকে ১ কোটি ৮০ লক্ষে কিনল কেকেআর।

এদিন, আইপিএলের নিলামে তৃতীয় সবচেয়ে দামি ক্রিকেটার হলেন ভেঙ্কটেশ আইয়ার। ঋষভ পন্থ (২৭ কোটি, লখনৌ), শ্রেয়স আইয়ার (২৬.৭৫ কোটি)-র পরই সৌদির নিলামে তৃতীয় দামি ক্রিকেটার হলেন মধ্যপ্রদেশের অলরাউন্ডার ভেঙ্কটেশ (২৩.৭৫ কোটি)। ২০২৩ আইপিএলে সেঞ্চুরি করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। কেকেআর-এর জার্সিতে ১৫ বছর পর কেউ আইপিএলে সেঞ্চুরি করেছিলেন। পাশাপাশি চলতি বছর আইপিএল ফাইনালে দুরন্ত হাফ সেঞ্চুরিও করেছিলেন তিনি। কিন্তু এরপরেও ২৯ বছরের ভেঙ্কটেশের পিছনে প্রায় ২৪ কোটি খরচের চেয়ে কোনও তারকা বিদেশীর পিছনে এই টাকা ঢালা উচিত ছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।

কলকাতার পেস বিভাগে এবার কোনও বড় নাম নয়, বরং কার্যকারী নামে জোর দিয়ে দক্ষিণ আফ্রিকার এনরিক নোকিয়াকে কিনল কেকেআর। গত দুটি নিলামে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স-দের কিনতে অনেক টাকা খরচ করলেও তেমন লাভের কিছু হয়নি।

এখনও পর্যন্ত নিলাম থেকে কাদের কিনেছে কলকাতা: ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি), কুইন্টন ডি'কক (৩.৬০ কোটি), রহমানুল্লা গুরবাজ (২ কোটি), এনরিক নোকিয়া (সাড়ে ৬ কোটি, অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি), বৈভব আরোরা (১ কোটি ৮০ লক্ষ )

কাদের ধরে রেখেছিল কলকাতা- রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও হর্ষিত রানা।

এখন কেমন হল দল- রহমানল্লা গুরবাজ, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি'কক, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, রিঙ্কু সিং,অঙ্কৃশ রঘুবংশী,  বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, এনরিক নোকিয়া।

কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ

KKR Probable 11. (Photo Credits: X)

এখনও কত টাকা হাতে আছে- ১৫.১৫ কোটি টাকা

এখনও কতজন ক্রিকেটারকে নিতে পারবে- ১৫ জন।

প্রাক্তনরা কোথায় গেলেন- শ্রেয়স আইয়ার (পঞ্জাব ২৬.৭৫ কোটি), ফিল সল্ট (বেঙ্গালুরু, সাড়ে ১১ কোটি)।

দেখুন নিলামে কোন দল কাকে কত টাকায় কিনল