IPL 2021: আজ থেকে শুরু আইপিএল-র দ্বিতীয় লেগ, মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স
আজ রবিবার থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) শুরু হচ্ছে আইপিএল ২০২১ (IPL 2021) এর দ্বিতীয় লেগ। এ বছর দেশজুড়ে যখন করোনার দ্বিতীয় বড় ঢেউ আছড়ে পড়েছিল দেশে, তখন রমরমিয়ে চলছিল আইপিএল। কোটি কোটি টাকার বায়ো বাবল (Bio Bubble) গড়েও করোনাকে আইপিএল-র কবল থেকে বাঁচানো যায়নি। একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় টুর্নামেন্ট মাঝপথে বন্ধ করে দিতে হয়। সেই আইপিএলের বাকি অংশই এবার হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (Chennai super Kings) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai indians)।
আজ রবিবার থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) শুরু হচ্ছে আইপিএল ২০২১ (IPL 2021) এর দ্বিতীয় লেগ। এ বছর দেশজুড়ে যখন করোনার দ্বিতীয় বড় ঢেউ আছড়ে পড়েছিল দেশে, তখন রমরমিয়ে চলছিল আইপিএল। কোটি কোটি টাকার বায়ো বাবল (Bio Bubble) গড়েও করোনাকে আইপিএল-র কবল থেকে বাঁচানো যায়নি। একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় টুর্নামেন্ট মাঝপথে বন্ধ করে দিতে হয়। সেই আইপিএলের বাকি অংশই এবার হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (Chennai super Kings) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai indians)।
দুটি দলই এখন প্লে অফে ওঠার দৌড়ে আছে। মহেন্দ্র সিং ধোনির দল ৮ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় ২ নম্বরে আছে। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট পেয়ে ৪ নম্বরে আছে মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই-মুম্বই চলতি আইপিএলে প্রথম ম্যাচ রেকর্ড রানের হয়েছিল। ধোনিদের বিরুদ্ধে ২১৮ রান তাড়া করে জিতেছিল রোহিত শর্মার দল। ৩৪ বলে ৮৭ রানের অপরাজিত দারুণ ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড। পোলার্ডের কাছে আইপিএল-র বাকি অংশেও ভাল কিছুর দিকে তাকিয়ে মুম্বই। পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, আর পেসার বুমরার উপর আশা তো আছেই। আরও পড়ুন: CSK vs MI Preview: আইপিএলে মুম্বই-চেন্নাই ম্যাচে কেমন হতে পারে প্রথম একাদশ-কারা এগিয়ে, কোথায় সরাসরি দেখা যাবে খেলা
অন্যদিকে, গত মরসুমের ব্যর্থতা ঝেরে চলতি আইপিএলের প্রথমার্ধটা দারুণ খেলেছে চেন্নাই সুপার কিংস। বুড়োদের দল হিসেবে বদনাম থাকলেও ধোনিদের কিন্তু বেশ কিছু সময় অপ্রতিরোধ্য দেখিয়েছি। রায়াডু, রায়না, জাদেজারা যদি ভারতের ফর্মটা দুবাইয়ে নিয়ে যান, তাহলে কিন্তু প্রতিপক্ষের কপালে দু:খ আছে।