IPL 2021: স্বস্তির খবর কেকেআর শিবিরে, করোনামুক্ত নীতীশ রানা

"নীতীশ রানা ২০ মার্চ মুম্বাইয়ের কেকেআর টিম হোটেলে আসেন। তাঁর ১৯ মার্চের রিপোর্ট নেগেটিভ ছিল। আইপিএল প্রোটোকল অনুসারে তাঁর আবারও পরীক্ষা করা হয় ২২ মার্চ। যদিও সেই সময় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তাঁর কোনও উপসর্গ ছিল না এবং তখন থেকে পুরোপুরি আইসোলেশনে রয়েছেন।"

Nitish Rana. (Photo Credits: PTI)

আইপিএল-র আগে স্বস্তির খবর কেকেআর (KKR) শিবিরে ৷ কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে নীতীশ রানার (Nitish Rana)। ফিট হলেই তিনি অনুশীলনে নামবেন তিনি। জানানো হয়েছে দলের তরফে। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজি বলেছে. "নীতীশ রানা ২০ মার্চ মুম্বাইয়ের কেকেআর টিম হোটেলে আসেন। তাঁর ১৯ মার্চের রিপোর্ট নেগেটিভ ছিল। আইপিএল প্রোটোকল অনুসারে তাঁর আবারও পরীক্ষা করা হয় ২২ মার্চ। যদিও সেই সময় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তাঁর কোনও উপসর্গ ছিল না এবং তখন থেকে পুরোপুরি আইসোলেশনে রয়েছেন।"

কেকেআর জানিয়েছে, "আইপিএল প্রোটোকল অনুসারে আজ আবারও পরীক্ষা করা হয়। রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি খুব শীঘ্রই তিনি দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন এবং মরশুম শুরুর আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন।" আরও পড়ুন: IPL 2021: দেখে নিন আইপিএল-এ কেমন হতে পারে কেকেআর-র একাদশ

কেকেআর খেলোয়াড়রা ইতিমধ্যেই মুম্বইয়ে অনুশীলন শুরু করেছেন এবং পরের সপ্তাহে চেন্নাইতে কলকাতার দলটির প্রথম ম্যাচ রয়েছে।