IPL Auction 2025 Live

PBKS vs KKR: আইপিএলে আজ পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2021) ২১ তম ম্যাচে আজ মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স (Punjab Kings vs Kolkata Knight Riders)। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নিজেদের গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে পাঞ্জাব। রোহিত শর্মাদের অল্প রানে বেঁধে ম্যা জিতে নেয় কেএল রাহুলের দল। নিজে অর্ধশতরান করেন রাহুল। ক্রিস গেইলও ধামাকা দেখান। তবে, পাঞ্জাব কিংসের জন্য দলের ভারসাম্য এখনও একটি সমস্যা। তাই দলে পরিবর্তন লেগেই রয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2021) ২১ তম ম্যাচে আজ মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স (Punjab Kings vs Kolkata Knight Riders)। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নিজেদের গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে পাঞ্জাব। রোহিত শর্মাদের অল্প রানে বেঁধে ম্যা জিতে নেয় কেএল রাহুলের দল। নিজে অর্ধশতরান করেন রাহুল। ক্রিস গেইলও ধামাকা দেখান। তবে, পাঞ্জাব কিংসের জন্য দলের ভারসাম্য এখনও একটি সমস্যা। তাই দলে পরিবর্তন লেগেই রয়েছে।

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত আইপিএলে হতাশাজনক খেলছে। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছিল তারা। যদিও এরপর পরপর চারটি ম্যাচ হেরে চাপে ইয়ন মর্গান বাহিনী। অধিনায়ক মর্গান রান পাচ্ছেন না। শুভমান গিল, নীতীশ রানা ও রাহুল ত্রিপাঠির মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে। মিডল অর্ডারে ভরসা অন্দ্রে রাসেল এবং দীনেশ কার্তিক। বল হাতে কেবল বরুণ চক্রবর্তী কেকেআরের হয়ে মুগ্ধ করেছেন। আজকের ম্যাচে লাকি ফার্গুসনকে খেলাতে পারে কলকাতা শিবির।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দীপক হুদা, শাহরুখ খান, মাইসেস হেনরিক্স, ঝি রিচার্ডসন, রবি বিশনোই, আর্শদীপ সিং এবং মহম্মদ শামি।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, বেন কাটিং / লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ, প্যাট কামিনস এবং শিবম মাভি।

পরিসংখ্যান: দুই দল এর আগে ২৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ৯টি ম্যাচে জিতেছে পাঞ্জাব। বাকি ১৮টি ম্যাচে জিতেছে কলকাতা নাইট রাইডার্স।