KXIP vs MI: আইপিএলে আজ কিংস ইলেভেন পাঞ্জাব বনাম মুম্বই ইন্ডিয়ান্স, দেখে নিন পিচ রিপোর্ট ও সম্ভাব্য একাদশ

আইপিএলে (IPL 2020) আজ কিংস ইলেভেন পাঞ্জাবের (Kings XI Punjab) বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ( Mumbai Indians)। বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচ হবে। মুম্বই ইন্ডিয়ান্স একই দল নিয়ে আজ মাঠে নামতে পারে। তবে কিংস ইলেভেন পাঞ্জাব আবুধাবির উইকেটের কথা ভেবে একটি পরিবর্তন করতে পারে। ওয়েস্ট ইন্ডিয়ান পেসার শেল্ডন কট্রেলকে বসিয়ে খেলানো হতে পারে আফগানিস্তানের মুজিব উর রহমানকে। দুই দলই একটি করে ম্যাচ জিতলেও দুটিতে হেরে বসে রয়েছে। ফলে বৃহস্পতিবারের ম্যাচ জিততে মরিয়া দুই দলই।

KXIP vs MI

আইপিএলে (IPL 2020) আজ কিংস ইলেভেন পাঞ্জাবের (Kings XI Punjab) বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ( Mumbai Indians)। বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচ হবে। মুম্বই ইন্ডিয়ান্স একই দল নিয়ে আজ মাঠে নামতে পারে। তবে কিংস ইলেভেন পাঞ্জাব আবুধাবির উইকেটের কথা ভেবে একটি পরিবর্তন করতে পারে। ওয়েস্ট ইন্ডিয়ান পেসার শেল্ডন কট্রেলকে বসিয়ে খেলানো হতে পারে আফগানিস্তানের মুজিব উর রহমানকে। দুই দলই একটি করে ম্যাচ জিতলেও দুটিতে হেরে বসে রয়েছে। ফলে বৃহস্পতিবারের ম্যাচ জিততে মরিয়া দুই দলই।

দুশোর বেশি স্কোর খাড়া করেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ হেরে যায় কিংস ইলেভেন পাঞ্জাব। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ সুপার ওভারে গিয়ে হারে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। উভয় দলেরই বেশ কয়েকজন দুর্দান্ত প্লেয়ার রয়েছেন। পাঞ্জাবের হয়ে কেএল রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। আর মুম্বই ভরসা করছে অধিনায়ক রোহিত শর্মা, কাইরন পোলার্ড এবং ঈশান কিষাণের দিকে। তবে এখনও ফর্মে নেই হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রিত বুমারা।

কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, নিকোলাস পুরাণ, গ্লেন ম্যাক্সওয়েল, করুণ নায়ার, সরফরাজ খান, জেমস নীশাম, মুরুগান আশ্বিন, রবি বিশ্বনাই, মহম্মদ শামি, মুজিব উর রহমান

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জেমস প্যাটিনসন, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরা।

পিচ রিপোর্ট: শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ স্লো। এছাড়াও শিশির ফ্যাক্টর রয়েছে। তাই শিশির ফ্যাক্টরের কারণে সব দলই চাইবে রান তাড়া করতে।

এর আগে দুই দল একে অপরের বিপক্ষে ২৪ বার মুখোমুখি হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১৩ বার। পাঞ্জাব জিতেছে ১১ বার।