India Qualifies For Final Of ICC Women’s T20 World Cup: বৃষ্টিতে পরিত্যক্ত সেমিফাইনাল ম্যাচ, পয়েন্টে এগিয়ে থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার সিডনিতে সেমিফাইনালে ভারতীয় (India) মহিলা ক্রিকেট দল ও ইংল্যান্ড মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক বলও না খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বলা বাহুল্য এই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট দল টি-টোয়েন্টি ফাইনালে উঠেছে। আগের চারটে ম্যাচে জিতেই সেমি ফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এদিন সিডনিতে টস পর্যন্ত করা যায়নি। তার আগেই বৃষ্টি শুরু হয়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিনেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে দেয়। ঘরের মাঠেই ভারতের কাছে প্রথম ম্যাচে হেরে যায় অস্ট্রেলিয়া। এরপর একে একে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার ক্রিকেটদলকে হারায় ভারত।

ভারতীয় মহিলা ক্রিকেট দল(Photo Credits: Getty Images)

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার সিডনিতে সেমিফাইনালে ভারতীয় (India) মহিলা ক্রিকেট দল ও ইংল্যান্ড মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক বলও না খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বলা বাহুল্য এই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট দল টি-টোয়েন্টি ফাইনালে উঠেছে। আগের চারটে ম্যাচে জিতেই সেমি ফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এদিন সিডনিতে টস পর্যন্ত করা যায়নি। তার আগেই বৃষ্টি শুরু হয়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিনেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে দেয়। ঘরের মাঠেই ভারতের কাছে প্রথম ম্যাচে হেরে যায় অস্ট্রেলিয়া। এরপর একে একে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার ক্রিকেটদলকে হারায় ভারত।

গতকালই টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের খেলায় অপরাজিত থেকেই শেষ চারের লড়াইয়ে ওঠে ভারত। এদিন ইংল্যান্ডকে না হারিয়েও প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ পেয়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আজ দ্বিতীয় স্তরের সেমিফাইনালেন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে। ভাল খেলার জন্য আগেই ভারতীয় মহিলা ক্রিকেট দল অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছে। এবার দ্বিতীয় সেমিফাইনালে যে দল জিতবে তাদরেই প্রতিপক্ষ হবে ভারত। রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচ। সেখানেই ভারতকে দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে। আরও পড়ুন-Ranji Trophy 2019–20: ইডেনেই ঘায়েল কর্ণাটক, ১৩ বছরের খড়া কাটিয়ে রঞ্জি ফাইনালে বাংলা

এদিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়মানুযায়ী পয়েন্টে এগিয়ে থেকে ফাইনালে চলে গেল ভারত। ফাইনাল নিয়ে কিছুটা সতর্কও হরমনপ্রীত কউর,  শেফালি বর্মারা। ফাইনালে ওঠার পর হরমনপ্রীত বলেছেন, “আজ বৃষ্টির কারণে সেমিফাইনাল খেলাটা হল না। কিন্তু কী আর বলব, এটাই খেলার নিয়ম। তবে চাইব ভবিষ্যতে যেন একটা করে রিজার্ভ ডে থাকে। প্রথমদিন থেকেই ঠিক করেছিলাম সেরাটা দিতে হবে। কোনওভাবে যদি সেমিফাইনালে খেলা না হয়, তাহলে চাপে পড়ে যাব। ভাল খেলেছিলাম বলেই আজ পরিত্যক্ত ম্যাচেও পয়েন্টে এগিয়ে থেকে ফাইনালে চলে গেলাম। আসলে আমরা সব খেলা জিততে চেয়েছিলাম।” গোটা ঘটনায় হতাশ ইংল্যান্ড দলের অধিনায়ক হায়দার নাইট।