India Vs South Africa, 1st Test 2019: মায়াঙ্ক আগরওয়ালের দুরন্ত ডবল সেঞ্চুরি, রোহিত শর্মার ১৭৬, ওপেনিং জুটিতে উঠল ৩১৭ রান
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনম টেস্টে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) -মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) দুরন্ত ব্যাটিং। রোহিত-মায়াঙ্ক ওপেন করতে নেমে ৩১৭ রানের পার্টনারশিপে গড়লেন। রোহিত-মায়াঙ্কের পার্টনারশিপ ভাঙতে রাবাদা-কেশব মহারাজদের লেগে গেল ৮২ ওভার।
বিশাখাপতনম, ৩ অক্টোবর: India Vs South Africa, 1st Test 2019- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপতনম (Visakhapatnam) টেস্টে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) -মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) অসাধারণ ব্যাটিং। রোহিত-মায়াঙ্ক ওপেন করতে নেমে ৩১৭ রানের পার্টনারশিপে গড়লেন। মায়াঙ্ক আগরওয়াল করলেন ডবল সেঞ্চুরি। আজই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম সেঞ্চুরিটা করেছিলেন কর্নাটকের এই ওপেনার। আর সেই সেঞ্চুরিটা 'ডবল সেঞ্চুরি'-তে পরিণত করলেন মায়াঙ্ক। রোহিত শর্মা আউট হন ১৭৬ রানে।
রোহিত-মায়াঙ্কের পার্টনারশিপ ভাঙতে কাগিসো রাবাদা (Kagiso Rabada) -কেশব মহারাজ (Kesav Maharaj)দের লেগে গেল ৮২ ওভার। ১৭৬ রান করে কেশব মহারাজের বলে স্টাম্পড হয়ে যখন রোহিত ফিরছেন, ততক্ষণে অনেক রেকর্ড ভাঙা হয়ে গিয়েছে। রোহিত-মায়াঙ্ক জুটি এখন টেস্টে দেশের তৃতীয় সর্বোচ্চ রানের মাইলস্টোনে নাম লেখালেন। ভিনু মাঁকড়-পঙ্কজ রায় (৪১৩ রান), বীরেন্দ্র সেওয়াগ-রাহুল দ্রাবিড় (৪১০)-এর দুই চিরস্মরণীয় ওপেনিং জুটির ঠিক পরেই এখন রোহিত-মায়াঙ্কের বন্দর শহরে খেলা ইনিংস।
১৯৫৫-৫৬ নিউজিল্যান্ডের ভারত সফরে মানকড়-পঙ্কজ রায়ের ওপেনিং জুটিতে করা ৪১৩ রানের ইনিংসটা বিশ্ব ক্রিকেটে দীর্ঘদিন ধরে নজির হয়ে ছিল। সেই চিরস্মরণীয় ওপেনিং পার্টনারশিপে পঙ্কজ রায় ১৭৩ রানে আউট হন। ভিনু মানকড় দুরন্ত ডবল সেঞ্চুরি করেছিলেন। ২০০৫ পাকিস্তান সফরে গিয়ে লাহোরে বীরেন্দ্র সেওয়াগ-রাহুল দ্রাবিড় ওপেন করতে নেমে ৪১০ রান করেছিলেন। তাতে সেওয়াগ করেছিলেন ২৫৪, দ্রাবিড় ১২৮ রান।
রোহিত শর্মা-র আউট হয়ে যাওয়ার পর তিনে ব্যাট করতে নেমে রান পেলেন না চেতেশ্বর পূজারা (৬)। বিরাট কোহলিও ২০ রানে আউট হয়ে ফিরে যান। তবে মায়াঙ্ক আগরওয়াল এখনও দারুণ খেলে যাচ্ছেন। রোহিতকে টপকে শেষ খবর পাওয়া পর্যন্ত মায়াঙ্ক অপারজিত ১৭৭ রানে। রোহিত শর্মা এক রানের জন্য টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর করতে পারলেন না।