India vs England 3rd T20I: আজ তৃতীয় টি-২০ তে মুখোমুখি ভারত বনাম ইংল্যান্ড, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ
আজ সিরিজের তৃতীয় টি-২০ তে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড (India vs England 3rd T20)। সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে ইতিমধ্যেই সমতা ফিরিয়েছে কোহলিরা। আজকের ম্যাচ নিয়ে সিরিজের বাকি তিনটি ম্যাচ খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। সোমবার রাতে এক বিবৃতির মাধ্যমে এই কথা জানিয়েছে বিসিসিআই ও গুজরাত ক্রিকেট সংস্থা। সিরিজের প্রথম ম্যাচে ভারত খুব বিশ্রীভাবে হারে। যদিও দ্বিতীয় টি ২০-তে ইশান কিষাণের অর্ধশতরানে ভর করে ভারত দ্বিতীয় ম্যাচে ফিরে আসে। ইংল্যান্ড প্রথম ম্যাচে খুব কম রান তাড়া করতে নেমে ভালো ব্যাটিং করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে বড় রান খাড়া করতে পারেনি। অধিনায়ক ইয়ন মর্গান স্বীকার করেছেন যে ধীর গতির পিচে তারা বড় রান তুলতে ব্যর্থ হয়েছে।
আজ সিরিজের তৃতীয় টি-২০ তে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড (India vs England 3rd T20)। সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে ইতিমধ্যেই সমতা ফিরিয়েছে কোহলিরা। আজকের ম্যাচ নিয়ে সিরিজের বাকি তিনটি ম্যাচ খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। সোমবার রাতে এক বিবৃতির মাধ্যমে এই কথা জানিয়েছে বিসিসিআই ও গুজরাত ক্রিকেট সংস্থা। সিরিজের প্রথম ম্যাচে ভারত খুব বিশ্রীভাবে হারে। যদিও দ্বিতীয় টি ২০-তে ইশান কিষাণের অর্ধশতরানে ভর করে ভারত দ্বিতীয় ম্যাচে ফিরে আসে। ইংল্যান্ড প্রথম ম্যাচে খুব কম রান তাড়া করতে নেমে ভালো ব্যাটিং করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে বড় রান খাড়া করতে পারেনি। অধিনায়ক ইয়ন মর্গান স্বীকার করেছেন যে ধীর গতির পিচে তারা বড় রান তুলতে ব্যর্থ হয়েছে।
টপ অর্ডার নিয়ে ভারতের মাথাব্যথা রয়েছে। অধিনায়ক বিরাট কোহলির রোহিত শর্মাকে বেশ কয়েকটি ম্যাচের জন্য বিশ্রাম দিয়েছেন। শিখর ধাওয়ান প্রথম টি-২০ তে নিজের পছন্দের ওপেনিংয়ে খেলেন। তবে দ্বিতীয় ম্যাচে ওপেনিং করতে এসেই সাফল্য পান ইশান কিষাণ। তিনি ৩২ বলে ৫৬ রান করেন। অন্যদিকে কেএল রাহুল দুটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন। আজকের ম্যাচে রোহিত ফিরলে তিনি বাদ পড়তে পারেন। সেক্ষেত্রে রোহিতের সঙ্গে ইশান কিষাণকে ওপেন করতে আসতে দেখা যেতে পারে। আরও পড়ুন: Jasprit Bumrah Marriage First Video: দেখে নিন জসপ্রীত বুমরাহ-সঞ্জনা গণেশনের বিয়ের প্রথম ভিডিও
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা / কেএল রাহুল, ইশান কিষাণ, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: বেন স্টোকস, জেসন রায়, দাউদ মালান, জনি বেয়ারস্টো, ইইন মরগান, জোস বাটলার, স্যাম কুরান, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, মার্ক উড / টম কুরান, আদিল রশিদ।
পরিসংখ্যান: ইংল্যান্ড ও ভারত এর আগে ১৬টি টি-২০ ম্যাচ খেলেছে। দুই দলই ৮টি করে ম্যাচ জিতেছে।