IPL Auction 2025 Live

India vs England 2nd ODI: আজ ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

আজ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে (India vs England 2nd ODI) ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে বিরাট কোহলিরা। আজকের ম্যাচ জিতলেই ওডিআই সিরিজও পকেটে ঢুকবে টিম ইন্ডিয়ার। ইতিমধ্যেই চোট পেয়ে ইতিমধ্যেই সিরিজ থেকে ছিটকে গেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁর বদলে আজ মাঠে নামতে পারেন সূর্যকুমার যাদব। অন্যদিকে বাকি দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গানও। আঙুলে চোট পেয়েছেন তিনি। তাঁর বদলে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। মর্গানের পরিবর্তে ইংল্যান্ড দলে অন্তর্ভুক্ত হয়েছেন ডেভিড মালান। ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ঘাড়ে চোট পেয়েছিলেন স্যাম বিলিংস। আজ তিনিও খেলবেন না বলে জানানো হয়েছে।

ভারতীয় দল(Photo Credits: BCCI)

আজ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে (India vs England 2nd ODI) ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে বিরাট কোহলিরা। আজকের ম্যাচ জিতলেই ওডিআই সিরিজও পকেটে ঢুকবে টিম ইন্ডিয়ার। ইতিমধ্যেই চোট পেয়ে ইতিমধ্যেই সিরিজ থেকে ছিটকে গেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁর বদলে আজ মাঠে নামতে পারেন সূর্যকুমার যাদব। অন্যদিকে বাকি দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গানও। আঙুলে চোট পেয়েছেন তিনি। তাঁর বদলে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। মর্গানের পরিবর্তে ইংল্যান্ড দলে অন্তর্ভুক্ত হয়েছেন ডেভিড মালান। ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ঘাড়ে চোট পেয়েছিলেন স্যাম বিলিংস। আজ তিনিও খেলবেন না বলে জানানো হয়েছে।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব / যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণ।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রায়, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, বেন স্টোকস, জস বাটলার, স্যাম কুরান, মইন আলি, টম কুরান, আদিল রশিদ, মার্ক উড।

পরিসংখ্যান: দুই দল এর আগে ১০৬টি একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ৫৪টি ম্যাচে। ৪২টিতে জিতেছে ইংল্যান্ড। বাতিল হয়েছে ৩টি ম্যাচ। ২টি ম্যাচে কোনও ফলাফল হয়নি। ২টি ম্যাচ টাই হয়েছে।