India vs Bangladesh Pink Ball Test: চমকের পর চমক, জানুন আর ঘন্টাদুয়েক পর কী কী হতে চলেছে 'পিঙ্ক বল' টেস্ট ম্যাচে

আজ দুপুর সাড়ে ১২ টায় (12.30 pm) শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ (India vs Bangladesh) ঐতিহাসিক ম্যাচ। এই ঐতিহাসিক ম্যাচটি ঘিরে নীল-সাদা কলকাতা হয়েছে গোলাপি (Pink)। কারণ, 'পিঙ্ক বল' টেস্ট ম্যাচ (Pink Ball Test Match)। আজ গোটা কলকাতা জুড়ে কার্নিভালের আমেজ। বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট এবং প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) ম্যাচের যে আয়োজন করেছেন তা প্রশংসিত হচ্ছে দেশ বিদেশে। শুধু বাংলা কিংবা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ নয়, এই ম্যাচের ঐতিহাসিক সাক্ষী হতে চলেছে গোটা পৃথিবী।

পিঙ্ক বল' ম্যাচ (Picture Credits: Getty and IANS)

কলকাতা, ২২ নভেম্বর: আজ দুপুর সাড়ে ১২ টায় (12.30 pm) শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ (India vs Bangladesh) ঐতিহাসিক ম্যাচ। এই ঐতিহাসিক ম্যাচটি ঘিরে নীল-সাদা কলকাতা হয়েছে গোলাপি (Pink)। কারণ, 'পিঙ্ক বল' টেস্ট ম্যাচ (Pink Ball Test Match)। আজ গোটা কলকাতা জুড়ে কার্নিভালের আমেজ। বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট এবং প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি  (Sourav Ganguly) ম্যাচের যে আয়োজন করেছেন তা প্রশংসিত হচ্ছে দেশ বিদেশে। শুধু বাংলা কিংবা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ নয়, এই ম্যাচের ঐতিহাসিক সাক্ষী হতে চলেছে গোটা পৃথিবী।

জেনে নিন কী কী চমক থাকছে আজ-

 

মন ম্যাচ স্মরণীয় করে রাখতে বিসিসিআই-এর উদ্যোগের শেষ নেই। পিঙ্ক টেস্টে ইডেনে আজ চাঁদের হাট। উদ্বোধনে একমঞ্চে হাসিনা-মমতা। প্রাক্তন ক্রিকেটারদের পাশাপাশি  থাকছেন মেরি কম, সানিয়া মির্জা, পিভি সিন্ধু, গোপীচাঁদ, অভিনব বৃন্দা। থাকছেন দুই বাংলার নেতামন্ত্রী- শিল্পীরা।



@endif