Blind T20 World Cup: পাকিস্তান যাবে না ভারত, ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল ভারতের ক্রিকেট দল
ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়ার (সিএবিআই) সাধারণ সম্পাদক শৈলেন্দ্র যাদব বলেন, 'আমাদের অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে দৃষ্টিহীন দলটিকে পাকিস্তান যাওয়ার অনুমতি দেওয়া হবে না। আগামীকাল আমাদের ওয়াঘা সীমান্তে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে কোনো ছাড়পত্র আসেনি।
Blind T20 World Cup: নিরাপত্তার কারণে পাকিস্তান সফরের অনুমতি না পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না ভারতীয় ব্লাইন্ড ক্রিকেট দল।২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চলা এই টুর্নামেন্টের জন্য বুধবার ওয়াঘা সীমান্ত পার হওয়ার কথা ছিল ভারতীয় দলের। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ক্রীড়া মন্ত্রণালয় কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পেলেও, স্পষ্টতই বিদেশ মন্ত্রকের (এমইএ) থেকে ছাড়পত্র পায়নি। ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়ার (সিএবিআই) সাধারণ সম্পাদক শৈলেন্দ্র যাদব বলেন, 'আমাদের অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে দৃষ্টিহীন দলটিকে পাকিস্তান যাওয়ার অনুমতি দেওয়া হবে না। আগামীকাল আমাদের ওয়াঘা সীমান্তে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে কোনো ছাড়পত্র আসেনি। আমরা হতাশ।' শৈলেন্দ্রকে জানানো হয়, মূলধারার ক্রিকেট দল যখন নিরাপদ নয়, তখন আপনি কীভাবে সেখানে নিরাপদ থাকতে পারেন। তাই তারা সিদ্ধান্ত মেনে নেয়। ICC Champions Trophy 2025 Tour Schedule: আইসিসির বড় ঘোষণা, ট্যুরে 'চ্যাম্পিয়ন্স ট্রফি' আসছে ভারতে, প্রকাশিত সূচি
কিন্তু কেন শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্ত আটকে রাখা হল, কেন এক মাস বা ২৫ দিন আগে আমাদের জানানো হল না। এটাই দাবি যাদবের। বিশ্বকাপের দল নির্বাচনের আগে ২৫ দিনের অনুশীলন ক্যাম্প করে ভারতের দল। উল্লেখ্য, আগামী বছর অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরের জন্য ভারত জাতীয় ক্রিকেট দলকে অনুমতি দেয়নি সরকার। বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ভারতের পাকিস্তান সফরে যেতে না পারার বিষয়টি জানিয়েছে এবং আইসিসি এই ব্যাপারে পিসিবিকে এই তথ্য দিয়েছে। বর্তমানে সম্ভাব্য 'হাইব্রিড মডেল' নিয়ে আলোচনা চলছে, পিসিবি এখনও তাতে রাজি হয়নি। তবে সিএবিআই সরকারি আধিকারিকদের সঙ্গে সমস্ত যোগাযোগের পথ খোলা রেখেছে বলে জানিয়েছেন শৈলেন্দ্র যাদব।
তিনি বলেন, 'আমরা নয়াদিল্লিতে থাকলেও মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করি, শেষ মুহূর্তেও কিছু ভালো সিদ্ধান্ত আসবে।' পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল গত সপ্তাহে স্পষ্ট করে দিয়েছিল যে ভারত বিশ্বকাপের জন্য পাকিস্তানে দল পাঠাক বা না পাঠাক, টুর্নামেন্টটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ সুলতান শাহ বলেন, 'পাকিস্তান নির্ধারিত সময়েই টুর্নামেন্টটি আয়োজন করবে এবং ভারতীয় দল আসুক বা না আসুক তাতে কিছু যায় আসে না।' শাহ বলেন যে বিশ্বকাপ আয়োজনের সমস্ত ব্যবস্থা পিবিসিসি করে ফেলেছে এবং সূচিতে কোনও পরিবর্তন হবে না।