India Beats West Indies In T20 Women WC 2023: মহিলা টি২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে জয়ী ভারত

পাকিস্তানকে হারানোর পর এবার মহিলা টি২০ বিশ্বকাপের গ্রুপ বি-এর দ্বিতীয় ম্যাচে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ান ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়ে দিল ভারতের মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়রা।

Photo Credits: ICC

কেপটাউন: পাকিস্তানকে হারানোর পর এবার মহিলা টি২০ বিশ্বকাপের গ্রুপ বি-এর দ্বিতীয় ম্যাচে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ান ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়ে দিল ভারতের মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়রা। ১১৯ রান তাড়া করতে নেমে ১৮ ওভার ১ বলেই চার উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেন ভারতীয় খেলোয়াড়রা।

বুধবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিউল্যান্ডসে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২০  PTIওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তার জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম থেকেই জয়ের বিষয়ে নিশ্চিত হয়ে খেলতে থাকেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা। চোটমুক্ত হয়ে দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্দানার টিমে ফিরে আসাটাও অনেকটা কাজে দিয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজের ১১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দুই ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা ও শাফালি ভার্মা ১৪ রান তুলে ফেলেন। ৩ ওভার চার বলের মাথায় সাত বলে ১০ রান করে স্টাম্পড আউট হয়ে যান স্মৃতি। তখন ভারতের রান ছিল ৩২। এরপর জেমাইমা রডরিগেজ ও শাফালি ভার্মা জুটি স্কোরবোর্ডে মাত্র আট রান যোগ করার পরেই আউট হন জেমাইমা। ফলে ৫ ওভার ৫ বলে ভারতের স্কোর দাঁড়ায় ৪০ রানে ২ উইকেট।  মাত্র তিন রান যোগ হওয়ার পরেই ২৩ বলে ২৮ রান করে ড্রেসিংরুমে ফেরেন শাফালি ভার্মা। পরে আর মাত্র একটি উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় ব্যাটসম্যানরা। যার মূল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এই বাংলার মেয়ে রিচা ঘোষ।



@endif