2024 ICC Women's Cricket World Cup: তৃতীয়ার সন্ধ্যায় বিশ্বকাপে পাকিস্তানকে হারাল ভারত, অরুন্ধতীদের আগুনে ফতিমারা পরাস্ত
মহিলাদের টি-২০ বিশ্বকাপে গ্রুপ লিগে তাদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 6 উইকেটে হারাল ভারত। ৭ বল বাকি থাকতে পাকিস্তানের করা ১০৫ রান ৪ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত কৌরের দল।
দুবাই, ৬ অক্টোবর: মহিলাদের টি-২০ বিশ্বকাপে (2024 ICC Women's Cricket World Cup) গ্রুপ লিগে তাদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 6 উইকেটে হারাল ভারত। ৭ বল বাকি থাকতে পাকিস্তানের করা ১০৫ রান ৪ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত কৌরের দল। পাকিস্তানের মহিলা দল প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে তুলেছিল মাত্র ১০৫ রান। ১৮.৫ ওভারে ৪ উইকেট সেই রান তুলে চলতি টি-২০ বিশ্বকাপে তাদের প্রথম জয় পেল ভারতীয় মহিলা দল। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে হতাশ করেছিলেন হরমনপ্রীতরা। স্মৃতি মন্ধনা (৭), রিচা ঘোষ (০)-রা রান না পেলেও শেফালি ভর্মা (৩২), জেমাইমা রডরিগজ (২৭), হরমনপ্রীত (২৪ বলে ২৯ অবসৃত)-রা অবদান রেখে দলকে জেতান।
দ্বিতীয় উইকেটে শেফালি-জেমাইমার মধ্যে ৪৩ রানের পার্টনারশিপেই ভারতের জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। জেমাইমা, রিচা পরপর দুটো বলের মধ্যে আউট হয়ে যাওয়ার পর ভারত কিছুটা সমস্যা পড়ে গিয়েছিল। ৮০ রানে ২ উইকেট থেকে দু বলের মধ্যে ভারতের স্কোর দাঁড়ায় ৮০-৪। টার্গেট খুব বেশী না থাকায় ভারতীয় মহিলা দলের কেউ সেভাবে বড় রান না করলেও জিতে যায় টিম ইন্ডিয়া। চোট পেয়ে হরমনপ্রীত যখন মাঠ ছাড়েন তখন দলকে জয় থেকে মাত্র দু রান দূরে ছিল। ক্রিজে নেমে প্রথম বলেই বাউন্ডারি মেরে দলকে জেতান সাজিভান সজনা। ব্যক্তিগত ৭ রানে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা।
দেখুন ম্যাচের স্কোরবোর্ড
১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ভারতের পেসার অরুন্ধতী রেড্ডি। চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে হারায় সেমিফাইনালে উঠতে গেলে এখন হরমনপ্রীত সিং-দের সব কটা ম্যাচে জিততে হবে। ভারতের পরবর্তী ম্যাচ বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে।
গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ গতবাবের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (১৩ অক্টোবর, রবিবার)। এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার মূল লড়াই ভারত, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের মধ্যে। দুটি করে দল দুটি গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড তাদের প্রথম ম্যাচে জিতেছে। ভারত দুটি খেলে একটিতে জিতেছে। পাকিস্তান দুটি খেলে একটিতে জিতেছে। আর শ্রীলঙ্কা দুটি খেলে দুটিতেই হেরে কার্যত ছিটকে গিয়েছে।
মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এবার নিয়ে ভারত মোট ১৬ বার পাকিস্তানের বিরুদ্ধে খেলল। তার মধ্যে ভারতের এটি ১৩তম জয়। পাকিস্তান মাত্র ৩টি টি-২০ ম্যাচে ভারতের বিরুদ্ধে জিতেছে।