India Beats England: ৩১৭ রানে ইংল্যান্ডকে প্যাভিলিয়নে পাঠাল কোহলির ভারত, অভিষেক ম্যাচেই মারকাটারি অক্ষর প্যাটেল
চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে অক্ষর অশ্বিনের যৌথ অভিঘাতে ধরাশায়ী ইংল্যান্ড (India Beats England)। ৩১৭ রানে জয় ছিনিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। ৫ উইকেট নিলেন অক্ষর। এলবিডবলু হলেন স্টোন। তবে শেষপর্যন্ত অশ্বিনের পক্ষে রেকর্ড ছোঁয়া আর সম্ভব হল না। ইংল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে শুধুমাত্র লড়াই চালান অধিনায়ক জো রুট। তবে তাঁর করা ৩৩ রান শেষরক্ষা করতে পারেনি। রুটকেও আউট করেন অক্ষর প্যাটেল। তাঁর উইকেট নিয়ে ম্যাচের মধ্যমণি হয়ে উঠলেন অক্ষর প্যাটেল। একেবারে অভিষেক ম্যাচেই ৫ উইকেট তুলে সকলের নজর কেড়ে নিলেন
চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে অক্ষর অশ্বিনের যৌথ অভিঘাতে ধরাশায়ী ইংল্যান্ড (India Beats England)। ৩১৭ রানে জয় ছিনিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। ৫ উইকেট নিলেন অক্ষর। এলবিডবলু হলেন স্টোন। তবে শেষপর্যন্ত অশ্বিনের পক্ষে রেকর্ড ছোঁয়া আর সম্ভব হল না। ইংল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে শুধুমাত্র লড়াই চালান অধিনায়ক জো রুট। তবে তাঁর করা ৩৩ রান শেষরক্ষা করতে পারেনি। রুটকেও আউট করেন অক্ষর প্যাটেল। তাঁর উইকেট নিয়ে ম্যাচের মধ্যমণি হয়ে উঠলেন অক্ষর প্যাটেল। একেবারে অভিষেক ম্যাচেই ৫ উইকেট তুলে সকলের নজর কেড়ে নিলেন। চার ম্যাচের সিরিজ এই মুহূর্তে ১-১ অবস্থায় দাঁড়িয়ে। নতুন স্টেডিয়ামে আগামী দুটি টেস্ট যে জমজমাট হবে, সেটা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে আর দুই ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন তিনটে উইকেট ও কুলদীপ যাদব ২টি উইকেট। এদিন সকালে ব্যাট করতে নেমে ২৬ রানে আউট হয়ে যান ইংল্যান্ড ব্যাটসম্যান ড্যানিয়েল লরেন্স। তাঁকে প্যাভিলিয়নে ফেরত পাঠান রবিচন্দ্রন অশ্বিন। এরপর শুরু হয় একের পর এক উইকেট পতন। ব্যর্থ জ্যাক লিচ-বেন স্টোকসও। লিচকে 'গোল্ডেন ডাক' করান অক্ষর প্যাটেল। এরপর বেন স্টোকস উইকেটে কিছুক্ষণ জমে থাকার চেষ্টা করেন। তবে তিনিও ৫১ বলে ৮ রান করে অশ্বিনের বলে আউট হয়ে যান। ওলি পপকে ১২ রানের ব্যক্তিগত স্কোরে প্যাভিলিয়নে ফেরত পাঠান অক্ষর প্যাটেল। আরও পড়ুন-Para-Teacher’s Protest: মমতার বাড়ির কাছে অভিনব প্রতিবাদ, প্ল্যাকার্ড হাতে আদিগঙ্গায় সাঁতরাচ্ছেন পার্শ্বশিক্ষকরা
এরপর মাত্র ২ রানে ইংল্যান্ড উইকেটকিপার বেন ফোকস-কে প্যাভিলিয়নে ফেরত পাঠান ভারতীয় চায়নাম্যান কুলদীপ যাদব। তবে এদিন চমকে দেওয়ার মতো ট্যাকটিক্স নেয় ইংল্যান্ড। অলরাউন্ডার মইন আলিকে ১০ নম্বরে ব্যাট করতে পাঠানো হয়। ঝোড়ো ৪৩ রানের ইনিংস খেলার চেষ্টা করলেও ম্যাচে তার খুব বেশি প্রভাব পড়েনি।