Ind Win Series 4-1: শেষ ওভারে বাজিমাত অর্শদীপের, অস্ট্রেলিয়াকে T20 সিরিজে ৪-১ স্কোরে হারিয়ে বদলা ভারতের!
পুরো প্রতিযোগিতায় সবকটি ম্যাচে জিতেও বিশ্বকাপের ফাইনালে ব্যর্থ হয় ভারত। টানা ১০টি ম্যাচ জিতে অপরাজিত হয়েও রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া চূড়ান্ত মুহূর্তে ব্যর্থ হয় কাপ জিততে। যার দুঃখ আজও ভুলতে পারেননি অনেক ভারতবাসী। তবে সেই ক্ষতের উপরে কিছুটা মলম যেন লাগিয়ে দিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের টি ২০ ক্রিকেট টিম।
বেঙ্গালুরু: পুরো প্রতিযোগিতায় সবকটি ম্যাচে জিতেও বিশ্বকাপের ফাইনালে ব্যর্থ হয় ভারত। টানা ১০টি ম্যাচ জিতে অপরাজিত হয়েও রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া চূড়ান্ত মুহূর্তে ব্যর্থ হয় কাপ জিততে। যার দুঃখ আজও ভুলতে পারেননি অনেক ভারতবাসী। তবে সেই ক্ষতের উপরে কিছুটা মলম যেন লাগিয়ে দিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের টি ২০ টিম। আরও পড়ুন: ISL 2023 Live Streaming: এফসি গোয়া বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
রবিবারের ম্যাচের আগে ৩-১ স্কোরে সিরিজে এগিয়ে ছিল ভারত। বেঙ্গালুরুতে (Bengaluru) টানটান উত্তেজনার ম্যাচে একদম শেষ ওভারে অস্ট্রেলিয়াকে (India beat Australia) অলআউট করে ৬ রানে জিতে সিরিজ শেষ করল ৪-১ স্কোরে (Ind Win Series 4-1)। সিরিজের অন্তিম ও পাঁচ নম্বর ম্যাচে (Ind vs Aus 5th T20I) প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২০ ওভারে আ্রট উইকেট হারিয়ে ১৬০ রান করেন ভারতীয় ব্যাটসম্যানরা। তার জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৪ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। আর তা সম্ভব হয় অর্শদীপ সিংয়ে দুরন্ত বোলিংয়ের সৌজন্যে। শেষ ওভারে অজিদের ১০ রান তুলতে হবে এই অবস্থায় উইকেটে জমে ওঠা ম্যাথু ওয়াডে-কে আউট করার পাশাপাশি অস্ট্রেলিয়ার ইনিংসেও বেঁধে রাখেন ১৫৪ রানে। তবে ২১ বলে ঝোড়ো ইনিংস খেলে ৩১ রান করার পাশাপাশি ১৪ রান দিয়ে এক উইকেট নেওয়া অক্ষর প্যাটেলকে বেছে নেওয়া হয় ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে। আর গোটা প্রতিযোগিতায় দুর্দান্ত বোলিং করে ৫ ম্যাচে ৯ উইকেট নেওয়া রবি বিষ্ণোই-কে দেওয়া হয় ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার। আরও পড়ুন: T10 League Live Streaming: চেন্নাই ব্রেভস বনাম ডেকান গ্ল্যাডিয়েটর্স, টি-১০ লিগ, সরাসরি দেখুন